বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 29 August 2020
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 29 August 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. স্বাস্থ্যের অবস্থার অবনতির কারণে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন?
[A] চীন
[B] জাপান
[C] দক্ষিন কোরিয়া
[D] রাশিয়া
2. ‘National Sports Awards 2020’ কবে অনুষ্ঠিত হয়?
[A] August 29th
[B] August 28th
[C] August 27th
[D] August 26th
3. T20 ক্রিকেটে 500 ইউকেট গ্রহণকারী প্রথম বোলার কে?
[A] DJ Bravo
[B] Sohail Tanvir
[C] SL Malinga
[D] Imran Tahir
4. ভারতীয় সংবিধানের কোন আনুশ্ছেদ অনুযায়ী GST কাউন্সিল গঠিত হয়?
[A] Article 219A
[B] Article 249A
[C] Article 259A
[D] Article 279A
5. Silent Valley National Park কোন রাজ্যে অবস্থিত?
[A] কর্ণাটক
[B] আসাম
[C] কেরালা
[D] তামিলনাড়ু
6. কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বর্তমানলে ফটেন্যাট গভর্নর কে?
[A] আর. এন রবি
[B] মনোজ সিনহা
[C] আনন্দিবেন প্যাটেল
[D] বি. ডি মিশ্র
7. ৪১ তম জিএসটি কাউন্সিলের সভাপতিত্ব করেন কে?
[A] নরেন্দ্র মোদী
[B] স্মৃতি ইরানি
[C] নির্মলা সীতারমন
[D] অমিত শাহ
8. বিশ্ব জল সপ্তাহ কবে অনুষ্ঠিত হয়?
[A] আগস্ট 21 – 25, 2020
[B] আগস্ট 25 – 29, 2020
[C] আগস্ট 24 – 28, 2020
[D] আগস্ট 23 – 27, 2020
Download Monthly Current Affairs PDF