পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা || Free PDF Download

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা পূর্ব-ভারতের একটি অন্যতম রাজ্য হল – পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের 14 তম বৃহত্তম রাজ্য (আয়তনে) ও জনসংখার নিরীখে এটি ভারতের চতুর্থ জনবহুল রাজ্য। ভারতের যে রাজ্যগুলির সঙ্গে এর সীমানা রয়েছে সেগুলি হল- আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড ও সিকিম। এছাড়াও এই রাজ্যের সঙ্গে তিনটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে – নেপাল, ভুটান ও বাংলাদেশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

ভারতীয় সংবিধান অনুযায়ী, রাজ্যের নিয়মতান্রিক প্রধান রাজ্যপাল হলেও প্রকৃত শাসক – রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের 23 টি জেলায় মোট বিধানসভার আসনসংখ্যা হল – 294 টি। নিম্নে 1947 থেকে বর্তমান পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা দেওয়া হয়েছে।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গনের তালিকা


ক্রমনামসময়কালদল
1.প্রফুল্ল চন্দ্র ঘোষ15.08.47 – 14.01.48INC
2.বিধান চন্দ্র রায়14.01.18 – 01.07.62INC
রাষ্ট্রপতি শাসন01.07.62 – 08.07.62
3.প্রফুল্ল চন্দ্র সেন08.07.62 – 15.03.67INC
4.অজয় কুমার মুখার্জী15.03.67 – 02.11.67BC
5.প্রফুল্ল চন্দ্র ঘোষ02.11.67 – 20.02.68নির্দল
রাষ্ট্রপতি শাসন20.02.68 – 25.02.69
6.অজয় কুমার মুখাৰ্জী25.02.69 – 19.03.70BC
রাষ্ট্রপতি শাসন19.03.70 – 02.04.71
7.অজয় কুমার মুখার্জী02.04.71 – 28.06.71INC
রাষ্ট্রপতি শাসন28.06.71 – 19.03.72
8.সিদ্ধার্থ শংকর রায়19.03.72 – 21.06.77INC
9.জ্যোতি বসু21.06.77 – 06.11.2000CPI (M)
10.বুদ্ধদেব ভট্টাচার্য06.11.2000 – 20.05.11CPI (M)
11.মমতা বন্দোপাধ্যায়20.05.11 – বর্তমানAITC

Download Pdf File


প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন


1. ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ।

2. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?

উত্তর: মমতা বন্দোপাধ্যায়।

3. ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ড: বিধান চন্দ্র রায়।

4. পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন মেয়াদি মুখ্যমন্ত্রীর নাম কী?

উত্তর: জ্যোতি বসু (23 বছর 137 দিন)

5. পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত?

উত্তর: 294 টি।

আরোও, পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম ও সংক্ষিপ্ত বিবরণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 + nineteen =

Scroll to Top