পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা || Free PDF Download

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা ভারতের চতুর্থ জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন – জয়দ্বীপ ধনকর। ভারতীয় সংবিধান অনুযায়ী, ৫ বছরের জন্য রাজ্যের নিয়মতান্রিক প্রধান হিসাবে রাজ্যপাল নিযুক্ত হন। ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা

একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যের রাজ্যপাল দ্বারা শপথ বাক্য পাঠ করেন। রাজ্যপালের হাতে কোন প্রশাসনিক ক্ষমতা থাকে না।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা

ক্রমনামসময়কাল
1চক্রবর্তী রাজা গোপালচারী১৫.০৮.৪৭ – ২১.০৬.৪৮
2কৈলাসনাথ কাটজু২১.০৬.৪৮ – ০৮.১১.৫১
3হরেন্দ্র কুমার মুখার্জী০১.১১.৫১ – ০৮.০৮.৫৬
4পদ্মজা নাইডু০৩.১১.৫৬ – ০১.০৬.৬৭
5ধর্মবীর০১.০৬.৬৭ – ০১.০৪.৬৯
6দ্বীপ নারায়ণ সিং (কার্যনির্বাহী)০১.০৪.৬৯ – ১৯.১১.৬৯
7শান্তি স্বরূপ ধবন১৯.১১.৬৯ – ২১.০৮.৭১
8এন্টনি ল্যান্সলট ডায়াস২১.০৮.৭১ – ০৬.১১.৭৯
9ত্রিভুবন নারায়ন সিং০৬.১১.৭৯ – ১২.০৯.৮১
10ভৈরব দত্ত পান্ডে১২.০৯.৮১ – ১০.১০.৮৩
11অনন্ত প্রাসাদ শর্মা১০.১০.৮৩ – ১৬.০৮.৮৪
12সতীশ চন্দ্র (কার্যনির্বাহী)১৬.০৮.৮৪ – ০১.১০.৮৪
13উমা শঙ্কর দীক্ষিত০১.১০.৮৪ – ১২.০৮.৮৬
14সৈয়দ নুরুল হাসান১২.০৮.৮৬ – ২০.০৩.৮৯
15টি.ভি রাজেশ্বর২০.০৩.৮৯ – ০৭.০২.৯০
16সৈয়দ নুরুল হাসান০৭.০২.৯০ – ১২.০৭.৯৩
17বি সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দ্বায়িত্ব)১৩.০৭.৯৩ – ১৪.০৮.৯৩
18কে ভি রঘুনাথ রেড্ডি১৪.০৮.৯৩ – ২৭.০৪.৯৮
19এ আর কিদোয়াই (অতিরিক্ত দ্বায়িত্ব)২৪.০৪.৯৮ – ১৮.০৫.৯৯
20শ্যামল কুমার সেন (কার্যনির্বাহী)১৮.০৫.৯৯ – ০৪.১২.৯৯
21বীরেন জে শাহ৪.১২.৯৯ – ১৪.১২.০৪
22গোপাল কৃষ্ণ গান্ধী১৪.১২.০৪ – ১৪.১২.০৯
23দেবানন্দ কোনবার (অতিরিক্ত দ্বায়িত্ব)১৪.১২.০৯ – ১৯.১২.০৯
24এম কে নারায়ণন১৯.১২.০৯ – ৩০.০৬.১৪
25ডি ওয়াই পাতিল (কার্যনির্বাহী)০৩.০৭.১৪ – ১৭.০৭.১৪
26কেশরী নাথ ত্রিপাঠি২৪.০৭.১৪ – ২৯.০৭.১৯
27জগদীশ ধনকর৩০.০৭.২০১৯ – ১৭.০৭.২০২২
28লা. গনেশান (অতিরিক্ত দ্বায়িত্ব)১৮.০৭.২০২২-২২.১১.২০২২
29সি. ভি আনন্দ বোস২৩.১১.২০২২-

Read More: 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Scroll to Top