Bengali Current Affairs: 11th October 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 11th October 2021
1. সম্প্রতি, কবে ‘World Postal Day’ পালিত হয়েছে?
[A] 7 অক্টোবর
[B] 8 অক্টোবর
[C] 9 অক্টোবর
[D] 10 অক্টোবর
2. সম্প্রতি, 8 অক্টোবর 2021 তারিখে ভারতীয় বায়ুসেনার কততম সংস্করন পালিত হয়েছে?
[A] 65 তম
[B] 72 তম
[C] 89 তম
[D] 91 তম
3. প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার কোন দিবসটি পালিত হয়?
[A] World Banana Day
[B] World Vegan Day
[C] World Coffe Day
[D] World Egg Day
4. ভারতের একটি Sweet Dish ‘মিহিদানা’ GI ট্যাগ পেয়েছে। কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
[A] উত্তর প্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] পাঞ্জাব
[D] হরিয়ানা
5. নিম্নলিখিত কে সাহিত্যে ‘Nobel Prize 2021’ পেয়েছে?
[A] Kazou Ishiguro
[B] Abdulrazak Gurnah
[C] Louise gluck
[D] Peter Handke
6. কোন রাজ্য ভারতের প্রথম ই-ফিশ মার্কেট অ্যাপ ‘Fishwale’ লঞ্চ করেছে?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাট
[C] ঝাড়খন্ড
[D] আসাম
7. ‘World Mental Health Day’ কবে পালিত হয়?
[A] 9 অক্টোবর
[B] 10 অক্টোবর
[C] 11 অক্টোবর
[D] 12 অক্টোবর
8. সম্প্রতি, প্রকাশিত ‘The Custodian of Trust’ পুস্তকটি কে লিখেছেন?
[A] অনিল বাইজাল
[B] রজণীশ কুমার
[C] শ্রীকান্ত দাস
[D] উরজিৎ প্যাটেল