Bengali Current Affairs: 1st November 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 1st November 2021
1. সম্প্রতি, কবে ‘National Unity Day’ পালিত হয়েছে?
[A] 28 অক্টোবর
[B] 29 অক্টোবর
[C] 30 অক্টোবর
[D] 31 অক্টোবর
2. সম্প্রতি, কোন দেশ মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট ‘Syracuse 4A’ লঞ্চ করেছে?
[A] ভারত
[B] চীন
[C] ফ্রান্স
[D] মার্কিন যুক্তরাষ্ট্র
3. India Post Payments Bank (IPPB) গ্রাহকদের হোম লোনের পরিষেবা প্রদানের জন্য কোন ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করেছে?
[A] ICICI Bank
[B] Bank of India
[C] Canara Bank
[D] HDFC Bank
4. সম্প্রতি, কোন রাজ্য সরকার ‘Go Green’ যোজনা শুরু করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] মহারাষ্ট্র
[D] নাগাল্যান্ড
5. সম্প্রতি, 31 অক্টোবর তারিখে ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] 145 তম
[B] 146 তম
[C] 150 তম
[D] 142 তম
6. State Energy Efficiency Index 2020 (SEEI) -এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] উড়িষ্যা
[B] কেরালা
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র
7. ‘World Thrift Day 2021’ কবে পালিত হয়?
[A] 25 অক্টোবর
[B] 29 অক্টোবর
[C] 27 অক্টোবর
[D] 31 অক্টোবর
8. সম্প্রতি, প্রকাশিত ‘AIIMS Mein Ek Jang Ladte Hue’ পুস্তকটি কে লিখেছেন?
[A] গুলজার
[B] অমৃতা প্রীতম
[C] অখিলেশ কুমার
[D] রমেশ পোখরিয়াল