Bengali Current Affairs MCQ: 18-19th April 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 18-19th April 2022
1. “World Heritage Day” কবে পালিত হয়?
[A] 17 এপ্রিল
[B] 18 এপ্রিল
[C] 19 এপ্রিল
[D] 20 এপ্রিল
2. “Men’s FIH Hockey World Cup 2023” কোথায় আয়োজিত হবে?
[A] আহমেদাবাদ, গুজরাট
[B] ভুবেনশ্বর, উড়িষ্যা
[C] বেঙ্গলুরু, কর্ণাটক
[D] জমশেদপুর, ঝাড়খন্ড
3. কবে “হনুমান জয়ন্তী 2022” পালিত হয়েছে?
[A] 14 এপ্রিল
[B] 15 এপ্রিল
[C] 16 এপ্রিল
[D] 17 এপ্রিল
4. “World Voice Day 2022” কবে পালিত হয়?
[A] 15 এপ্রিল
[B] 16 এপ্রিল
[C] 17 এপ্রিল
[D] 18 এপ্রিল
5. Advertising Standards Council of India (ASCI) -এর নতুন CEO পদে কে নির্বাচিত হয়েছেন?
[A] সুশীলা শর্মা
[B] মনীষা কপূর
[C] সঞ্জনা বাত্রা
[D] প্রভা নিরসমহন
6. “World Haemophilia Day” কবে পালিত হয়?
[A] 16 এপ্রিল
[B] 17 এপ্রিল
[C] 18 এপ্রিল
[D] 19 এপ্রিল
7. “The Boy Who Wrote a Constitution” পুস্তকটি কে লিখেছেন?
[A] অমৃতা প্রীতম
[B] রজত শর্মা
[C] মোহিত সুরী
[D] রাজেশ তালওয়ার
8. Danish Open swimming 2022 -এ ভারতীয় সাজান প্রকাশ ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে কোন পদক জিতেছে?
[A] স্বর্ণ
[B] রৌপ্য
[C] কাস্য
[D] কোন পদক জিতেনি