Bengali Current Affairs MCQ: 18th April

Bengali Current Affairs MCQ: 18th April 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs MCQ: 18th April 2023

1. কোন কেন্দ্রীয় মন্ত্রী “Prosperity through Organization” অভিযান লঞ্চ করেছে?
[A] স্মৃতি ইরানি
[B] গিরিরাজ সিং
[C] পীযূষ গোয়েল
[D] আর. কে সিং

Show Ans
Correct Answer: [B] গিরিরাজ সিং

2. কোন রাজ্যের বিখ্যাত কুম্বুম আঙ্গুর (Cumbum Grapes) “GI” ট্যাগ পেয়েছে?
[A] জম্মু ও কাশ্মীর
[B] তেলাঙ্গানা
[C] তামিলনাড়ু
[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [C] তামিলনাড়ু

3.  প্রতিবছর কবে “World Heritage Day” পালিত হয়?
[A] 16 এপ্রিল
[B] 15 এপ্রিল
[C] 19 এপ্রিল
[D] 18 এপ্রিল

Show Ans

Correct Answer: [D] 18 এপ্রিল

4. “World Heritage Day 2023” -এর থিম কী?
[A] Heritage Changes
[B] Heritage and Climate
[C] 
[D] Shared Culture’, ‘Shared Heritage’ and ‘Shared Responsibility

Show Ans

Correct Answer: [A] Heritage Changes

5. “World Happiness Index 2023” -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
[A] নরওয়ে
[B] ডেনমার্ক
[C] সুইজারল্যান্ড
[D] ফিনল্যান্ড

Show Ans

Correct Answer: [D] ফিনল্যান্ড
Short Note:

প্রথম তিনটি দেশ –

  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সুইজাল্যান্ড

6. কোন দেশ প্রথম প্রথম পর্যবেক্ষন উপগ্রহ “Taifa-1” লঞ্চ করেছে?
[A] কাতার
[B] রাশিয়া
[C] কুয়েত
[D] কেনিয়া

Show Ans

Correct Answer: [D] কেনিয়া

7. সম্প্রতি, কে “Hemophilia Day” পালিত হয়েছে?
[A] 16 এপ্রিল
[B] 17 এপ্রিল
[C] 18 এপ্রিল
[D] 19 এপ্রিল

Show Ans

Correct Answer: [B] 17 এপ্রিল
Short Note: Hemophilia Day 2023 -এর থিম হল -“Access for All: Partnership, Policy, Progress – Engaging Governments to Integrate Inherited Bleeding Disorders into National Policy”

8. আপেল সংস্থা ভারতের কোন শহরে দেশের প্রথম স্টোর চালু করেছে?
[A] নতুন দিল্লী
[B] কোলকাতা
[C] মুম্বাই
[D] বেঙ্গালুরু

Show Ans

Correct Answer: [C] মুম্বাই


প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।


Join on TelegramClick Here
Join FacebookClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =

Scroll to Top