Bengali Current Affairs MCQ: 1st May 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 1st May 2023
1. সম্প্রতি, কে Cycling Federation of India (CFI) -এর নির্বাচিত হয়েছেন?
[A] পঙ্কজ আদবানি
[B] পঙ্কজ সিং
[C] বজরং পুনিয়া
[D] পুল্লেলা গোপীচাঁদ
2. নিম্নলিখিত, কে Filmfare Awards 2023 -এ শ্রেষ্ট অভিনেত্রীর খেতাব পেয়েছেন?
[A] কিয়ারা আদবানি
[B] কৃতি শ্যানন
[C] শিবা চাধা
[D] আলিয়া ভট
3. সম্প্রতি, কবে “World Intellectual Property Day 2023” পালিত হয়েছে?
[A] 15 এপ্রিল
[B] 20 এপ্রিল
[C] 24 এপ্রিল
[D] 26 এপ্রিল
4. সম্প্রতি, প্রয়াত প্রকাশ সিং বাদল কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] হরিয়ানা
[B] নাগাল্যান্ড
[C] পাঞ্জাব
[D] বিহার
5. সম্প্রতি, প্রকাশিত “Logistics Performance Index 2023” -এ ভারতের অবস্থান কত?
[A] 38th
[B] 40th
[C] 42th
[D] 44th
6. সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে “AJEYA WARRIOR -2023” সামরিক অনুশীলন শুরু হয়েছে?
[A] যুক্ত রাজ্য (UK)
[B] সংযুক্ত আরব আমিরাত (UAE)
[C] বাংলাদেশ
[D] মালেশিয়া
7. প্রতিবছর কবে “World Dance Day” পালিত হয়?
[A] 27 এপ্রিল
[B] 29 এপ্রিল
[C] 26 এপ্রিল
[D] 28 এপ্রিল
8. সম্প্রতি, নরেন্দ্র মোদী কোথায় “NAMO Medical Education and Research Institute” -এর উদ্বোধন করেছেন?
[A] চন্ডীগড়
[B] সিলভাসা
[C] পোর্টব্লেয়ার
[D] শ্রীনগর
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |