Bengali Current Affairs MCQ: 1st June 2023

Bengali Current Affairs MCQ: 1st June 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs MCQ: 1st June 2023

1. UCO Bank -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় ভল্লা
[B] অশ্বনি কুমার
[C] বিবেক ত্যাগি
[D] অজয় সিনহা

Show Ans
Correct Answer: [B] অশ্বনি কুমার

2. সম্প্রতি, কোথায় FSSAI -এর জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে?
[A] কোলকাতা
[B] গাজিয়াবাদ
[C] জয়পুর
[D] দিসপুর

Show Ans

Correct Answer: [B] গাজিয়াবাদ
Short Note:

FSSAI-

  • Food Safety and Standards Authority of India,
  • প্রতিষ্ঠা – 5 সেপ্টেম্বর 2008
  • সদরদপ্তর – নতুন দিল্লী

3. নিম্নলিখিত কোন পেমেন্ট গেটওয়ে “Turbo UPI” পরিষেবা লঞ্চ করেছে?
[A] Paytm
[B] Google Pay
[C] Phone Pay
[D] Razorpay

Show Ans

Correct Answer: [D] Razorpay

4. জাস্টিস অগাস্টিনে জর্জ মাসীহ কোন উচ্চ আদালতের মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] এলাহাবাদ হাইকোর্ট
[B] রাজস্থান হাইকোর্ট
[C] হিমাচল প্রদেশ হাইকোর্ট
[D] গৌহাটি হাইকোর্ট

Show Ans

Correct Answer: [B] রাজস্থান হাইকোর্ট

5. সম্প্রতি, কে “Monaco Grand Prix 2023” জিতেছেন?
[A] George Russell
[B] Max Verstappen
[C] Sergio Pérez
[D] Lewis Hamilton

Show Ans

Correct Answer: [B] Max Verstappen

6. সম্প্রতি, কে হিমাচল প্রদেশ হাইকোর্টের মুখ্য়বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] এম.এস রামচন্দ্রা রাও
[B] বিরেন্দ্র ঠাকুর
[C] অমিতাভ ঘোষ
[D] বিজয় কুমার শ্রীবাস্তব

Show Ans

Correct Answer: [A] এম.এস রামচন্দ্রা রাও

7. ভারতের নতুন লোকসভা ভবনের আর্চিটেক্ট কে?
[A] বিমল হাসমুখ প্যাটেল
[B] বি.ভি দোষী
[C] বৃন্দা সময়া
[D] শিমুল জাভেরি

Show Ans

Correct Answer: [A] বিমল হাসমুখ প্যাটেল

8. সম্প্রতি, প্রকাশিত “Ringside” পুস্তকটি কে লিখেছেন?
[A] বিক্রম সেঠ
[B] ড: বিজয় দারদা
[C] আর. কে না নারায়ণ
[D] সালমান রুশদি

Show Ans

Correct Answer: [B] ড: বিজয় দারদা


প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।


Join on TelegramClick Here
Join FacebookClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Scroll to Top