Bengali Current Affairs MCQ: 5th May 2023

Bengali Current Affairs MCQ: 5th May 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs MCQ: 5th May 2023

1. প্রতিবছর কবে “World Athletics Day” পালিত হয়?
[A] 4 এপ্রিল
[B] 5 এপ্রিল
[C] 6 এপ্রিল
[D] 7 এপ্রিল

Show Ans
Correct Answer: [D] 7 এপ্রিল
Short Note: “World Athletics Day 2023” -এর থিম “Athletics for All – A New Beginning.”

2. প্যারাগুয়ে -এর রাষ্ট্রপতি নির্বাচন কে জিতেছেন?
[A] সান্টিয়াগো পেনা
[B] ড্যানিয়েল অ্যালেন
[C] ডেভিড অ্যালেন
[D] মেয়র ব্যারিকেড

Show Ans

Correct Answer: [A] সান্টিয়াগো পেনা

3. সম্প্রতি, প্রয়াত রঞ্জিত গুহ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
[A] লেখক
[B] ইতিহাসকার
[C] চলচিত্র নির্দেশক
[D] গায়ক

Show Ans

Correct Answer: [B] ইতিহাসকার

4. সম্প্রতি, কে Qantas Airways Limited -এর CEO নিযুক্ত হয়েছেন?
[A] Genelia Allen
[B] Markel Boom
[C] Vanessa Hudson
[D] Ella Watson

Show Ans

Correct Answer: [C] Vanessa Hudson

5.  সম্প্রতি, Bank of India (BOI) -এর নতুন CMD নিযুক্ত হয়েছেন?
[A] অশোক শর্মা
[B] দেবদত্ত চাঁদ
[C] সঞ্জীব কুমার
[D] রজনীশ কার্নাটকা

Show Ans

Correct Answer: [D] রজনীশ কার্নাটকা

6. World Press Freedom Index 2023 -এর শীর্ষে কে রয়েছে?
[A] ফ্রান্স
[B] ফিনল্যাণ্ড
[C] নরওয়ে
[D] ইজরায়েল

Show Ans

Correct Answer: [C] নরওয়ে

7. সম্প্রতি, “World Asthma Day” কবে  পালিত হয়েছে?
[A] 2 মে
[B] 3 মে
[C] 4 মে
[D] 5 মে

Show Ans

Correct Answer: [A] 2 মে

8. কোন দেশ প্রথম Goods and Services Tax (GST) শুরু করেছিল?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] ফ্রান্স
[C] জার্মানি
[D] কানাডা

Show Ans

Correct Answer: [B] ফ্রান্স


প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।


Join on TelegramClick Here
Join FacebookClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

19 + one =

Scroll to Top