Bengali Current Affairs MCQ: 6th January 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 6th January 2023
1. নিম্নলিখিত কোনটির জন্য উড়িষ্যা “UN-Habitat’s World Habitat Awards 2023” জিতেছেন?
[A] Amnesty scheme
[B] Kaliya mission
[C] Jaga Mission
[D] Biju Swastya Kalyan Yojana
2. হিমাচল প্রদেশ বিধানসভার স্পিকার পদে কে নির্বাচিত হয়েছেন?
[A] সুনীল জাখার
[B] বীরভদ্র সিং
[C] সুশীল সিং রাজপূত
[D] কুলদ্বীপ সিং পাঠানিয়া
3. নিম্নলিখিত কে “New York Film Critics Circle” -এ শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার পেয়েছেন??
[A] SS Rajamouli
[B] Prashanth Neel
[C] Ayan Mukherji
[D] Hanu Raghavapudi
4. 17th Pravasi Bharatiya Diwas (PBD) কোন শহরে অনুষ্ঠিত হবে?
[A] চেন্নাই
[B] আহমেদাবাদ
[C] ভোপাল
[D] অরুণাচল প্রদেশ
5. কোথায় ‘Bailey Suspension Bridge’ এর উদ্বোধন করা হয়েছে?
[A] জম্মু ও কাশ্মীর
[B] আসাম
[C] কর্ণাটক
[D] অরুণাচল প্রদেশ
6. কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোন শহরে “National Genome Editing & Training Centre” -এর উদ্বোধন করেছেন?
[A] সিকিম
[B] হিমাচল প্রদেশ
[C] অরুণাচল প্রদেশ
[D] পাঞ্জাব
7. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল – ট্যাবলেট যোজনা লঞ্চ করেছেন?
[A] বিহার
[B] উত্তরাখন্ড
[C] পাঞ্জাব
[D] রাজস্থান
8. কোন রাজ্যে “Sangai Festival” পালিত হয়?
[A] গোয়া
[B] মেঘালয়
[C] মিজোরাম
[D] মনিপুর
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |