DLSC Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য বিভাগে 143 টি পদে নিয়োগ

DLSC Recruitment 2023: জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে হাওড়া ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (DLSE) 143 টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা 11 জানুয়ারী 2023 বেলা 12 টা থেকে 25 জানুয়ারী 2023 বিকেল 5 টা পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য নিচে রইলো –

Recruitment Notice No: SHFWS/2022/271

গুরুত্বপূর্ণ তারিখঃ

  • আবেদন শুরু তারিখঃ 11 জানুয়ারী 2023
  • আবেদন অন্তিম তারিখঃ 25 জানুয়ারী 2023

চাকরির খবরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

শূন্যপদ বিবরণঃ

Post NameTotalQualification
Clinical Psychologist01Degree/PG (Clinical Psychology)
Psychiatric Nurse01M.Sc/B.Sc (Psychiatric Nursing)
Block Public Health Manager02Diploma/B.Sc/Degree (Relevant discipline)
Staff Nurse34GNM (Nursing)
Community Health Asst104ANM (Nursing)
Programme Asst01Degree (any discipline)

আবেদন পদ্ধতিঃ প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বৈধ e-mail আইডি, Mobile নম্বর থাকতে হবে। এছাড়া স্বাক্ষর এবং নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে। ইচ্ছুক আবেদনকারী নিচে দেওয়া লিংক -এ ক্লিক করে আবেদন করতে পারেন।

Official NotificationDownload Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Scroll to Top