WBHEALTH 2023: ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 1100 জন কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগের বিজ্ঞপি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীরা 3 জানুয়ারী 2023 বেলা ১১ থেকে 9 জানুয়ারী 2023 মধ্যরাত পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য নিচে রইলো –
Recruitment Notice No: SHFWS/2022/271
পদের নামঃ Community Health Officer (CHO)
স্থানঃ রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে
বেতনঃ প্রতিমাসে INR – 20,000 + ইনসেনটিভ INR 5,000
যোগ্যতাঃ যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM/ B. Sc. Nursing/ Post Basic Nursing সহ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল -এ রেজিস্টার থাকতে হবে।
এছাড়া আবেদনকারীকে –
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- বাংলায় পড়তে, লিখতে ও কথা বলতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
সর্বোচ্চ বয়সঃ আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছররের মধ্যে হতে হবে। (as on 01.01.2023) (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদের জন্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রযোজ্য।)
শূন্যপদ: 1100টি (General – 572, SC – 231, ST – 56, OBC-(A) 110, OBC-(B) 77 এবং প্রতিবন্দ্বী – 44)
নির্বাচন প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। (85% লিখিত পরীক্ষা এবং 15% ইন্টারভিউ)
আবেদন পদ্ধতিঃ প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বৈধ e-mail আইডি, Mobile নম্বর থাকতে হবে। এছাড়া স্বাক্ষর এবং নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে। ইচ্ছুক আবেদনকারী নিচে দেওয়া লিংক -এ ক্লিক করে আবেদন করতে পারেন।
আবেদন মূল্যঃ – 100 টাকা এবং SC/ST/PWD – আবেদনকারীদের জন্য 50 টাকা।
আবেদন শুরু তারিখঃ 3 জানুয়ারী 2023
আবেদনের শেষ তারিখঃ 9 জানুয়ারী, 2023
Official Notification – Download Now
Apply Now – Click Here