NDA Group-C Recruitment 2023: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

NDA Group-C Recruitment 2023: ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোয়ার ডিভিশন ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন 251 টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোন যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনের বিস্তারিত তথ্য নিচে রইলো –

১. পদের নামঃ Lower Division Clerk
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। কম্পিউটারে বেসিক জ্ঞান সহ টাইপিং স্পীড – 35 wpm (English), 30 wpm (Hindi) প্রয়োজনীয়।
সর্বোচ্চ বয়সঃ ১৮-২৭ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদের জন্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রযোজ্য।)
শূন্যপদ: ২৭টি

২. পদের নামঃ Painter, Draughtsman, Civilian Motor Driver, Compositor-Cum-Printer, Cinema Projectionist Grade-II, Cook, Blacksmith, Fireman, Technical Attendant Baker & Confectioner, Technical Attendant Cycle Repairer
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংস্লিষ্ট ট্রেডে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বোচ্চ বয়সঃ ১৮-২৭ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদের জন্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রযোজ্য।)
শূন্যপদ: ৪৩টি

৩. পদের নামঃ Multi Tasking Staff
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে।
সর্বোচ্চ বয়সঃ ১৮-২৫ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদের জন্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রযোজ্য।)
শূন্যপদ: ৪৩টি

আবেদন পদ্ধতিঃ ইচ্ছুক প্রার্থীরা Official Website -এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার সময় বৈধ e-mail আইডি, Mobile নম্বর সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে upload করতে হবে।
যেসব ডকুমেন্টস UPLOAD করে হবে –

  • FORM OF CASTE CERTIFICATE
  • INCOME & ASSET CERTIFICATE
  • DISABILITY CERTIFICATE
  • PASSPORT SIZE PHOTOGRAPH

উপরিউক্ত সমস্ত সার্টিফিকেট ফরম্যাট গুলি ডাউনলোড করার জন্য Click Here

আবেদনের শেষ তারিখঃ ২০ জানুয়ারী, ২০২৩

Official NotificationDownload Now

General InstructionsDownload Now

Apply NowClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =

Scroll to Top