WBSETCL 2023: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL) 82 টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রাথীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনের বিস্তারিত তথ্য নিচে রইলো –
Recruitment Notice No:
[1] পদের নাম – Graduate Apprentice (Electrical)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে AICTE স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছরের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্রাজুয়েশন করতে হবে।
শূন্যপদ বিবরণঃ 15 টি (UR – 8, SC – 3, ST – 1, OBC A – 2, OBC B – 1)
বয়স– প্রার্থীর সর্বনিম্ন বয়স 22 বছর হতে হবে। (০১.০১.২০২৩ হিসেবে)
স্টাইপেন্ড – প্রতিমাসে 9,000 টাকা
পরীক্ষা প্রস্তুতিঃ Bengali Current Affairs MCQ: 12th January 2023
[2] পদের নাম – Technician Apprentice (Electrical)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে WBSCTE স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে।
শূন্যপদ বিবরণঃ 66 টি (UR – 40, SC – 11, ST – 03, OBC A – 7, OBC B – 5)
বয়স– প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। (০১.০১.২০২৩ হিসেবে)
স্টাইপেন্ড – প্রতিমাসে 8,000 টাকা
আবেদন পদ্ধতিঃ প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বৈধ e-mail আইডি, Mobile নম্বর থাকতে হবে। এছাড়া স্বাক্ষর এবং নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপলোড করতে হবে। ইচ্ছুক আবেদনকারী নিচে দেওয়া লিংক -এ ক্লিক করে আবেদন করতে পারেন।
Official Notification – Download Now
Apply Now – Click Here