ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে 250 জন কর্মী নিয়োগ

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে 250 জন সফটওয়্যার প্রফেশনাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভারতের যেকোন যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনের বিস্তারিত তথ্য নিচে রইলো –

শিক্ষাগত যোগ্যতাঃ ৬০ শতাংশ নম্বর নিয়ে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech পাশ করতে হবে।

অভিজ্ঞতাঃ ফ্রেশার

শূন্যপদ: ২৫০টি

বেতনঃ প্রতিমাসে ৩৫,০০০ টাকা

নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীর মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও স্নাতকে প্রাপ্ত নম্বর, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

সর্বোচ্চ বয়সসীমা: উল্লিখিত নেই।

আবেদন পদ্ধতিঃ ইচ্ছুক প্রার্থীরা Official Website -এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার সময় বৈধ e-mail আইডি, Mobile নম্বর সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে upload করতে হবে।
যেসব ডকুমেন্টস UPLOAD করে হবে –

  • সাম্প্রতিক বায়োডাটা
  • পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
  • স্নাতকের শংসাপত্র
  • স্কুল ছাড়ার শংসাপত্র
  • উচ্চ-মাধ্যমিকের মার্কশিট অথবা ডিপ্লোমা শংসাপত্র
  • মাধ্যমিকের মার্কশিট

আবেদনের শেষ তারিখঃ ৩রা জানুয়ারী, ২০২৩

Official NotificationDownload Now

Apply NowClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

Scroll to Top