Bengali Current Affairs MCQ: 12th January 2024 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 12th January 2024
1. কোন ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্রটি ভারতের প্রথম “Dark Sky Park” -এর শিরোপা পেয়েছে?
[A] Namdapha Tiger Reserve
[B] Kaziranga Tiger Reserve
[C] Kamlang Tiger Reserve
[D] Pench Tiger Reserve
2. সম্প্রতি, কে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুটি উদ্বোধন করলেন?
[A] অমিত শাহ
[B] রাজনাথ সিং
[C] অনুরাগ সিং
[D] নরেন্দ্র মোদী
3. সম্প্রতি, কোন ব্যাঙ্কটি “Samman Rupay Credit Card” লঞ্চ করেছে?
[A] Axis Bank
[B] Induslnd Bank
[C] Punjab National Bank
[D] State Bank of India
4. প্রতিবছর কবে “National Youth Day” পালিত হয়?
[A] 10 জানুয়ারী
[B] 11 জানুয়ারী
[C] 12 জানুয়ারী
[D] 13 জানুয়ারী
5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন শহরে “27th National Youth Festival” -এর উদ্বোধন করলেন?
[A] আগরতলা
[B] নাসিক
[C] ভোপাল
[D] আহমেদাবাদ
6. সম্প্রতি, প্রকাশিত “Henley Passport Index 2024” -এ ভারতের অবস্থান কততম?
[A] 83th
[B] 80th
[C] 82th
[D] 90th
7. প্রতিবছর কবে “National Human Trafficking Awareness Day” পালিত হয়?
[A] 10 January
[B] 11 January
[C] 12 January
[D] 13 January
8. সম্প্রতি, কে ভারতীয় রেলওয়ে বোর্ডের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন?
[A] অরুন নায়ের
[B] অরুন কুমার
[C] প্রীতি সিং
[D] স্বাতী শর্মা
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |