Bengali Current Affairs MCQ: 7th September 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 7th September 2022
1. ইউনাইটেড কিংডোম (UK) -এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Priti Patel
[B] Liz Truss
[C] Penny Mordaunt
[D] Rishi Sunak
2. কোন ভারতীয় ক্রিকেটার সমস্ত ক্রিকেট ফরম্যাট কে অবসরের ঘোষণা করেছেন?
[A] রবীন্দ্র জাদেজা
[B] শিখর ধবন
[C] সুরেশ রায়না
[D] রবিচন্দ্রন অশ্বীন
3. National Green Tribunal (NGT) -বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য কোন রাজ্যকে জরিমানা করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] রাজস্থান
[D] পশ্চিমবঙ্গ
4. 36th National Games -এর ম্যাসকট কী?
[A] Vikas
[B] Sher
[C] Leo
[D] Savaj
5. সম্প্রতি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্ম কতজন শিক্ষক কে “National Award to Teachers” প্রদান করেছেন?”
[A] 22 জন
[B] 38 জন
[C] 46 জন
[D] 25 জন
6. সম্প্রতি, কোন রাজ্যে “68th Neheru Trophy Boat Race” অনুষ্ঠিত হয়েছে?
[A] কেরালা
[B] উড়িষ্যা
[C] তামিলনাডু
[D] পশ্চিমবঙ্গ
7. কোন রাজ্য সরকার ‘Indira Gandhi Shehari Rojgar Guarantee Yojana’ শুরু করতে চলেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] উত্তরাখন্ড
[C] পাঞ্জাব
[D] রাজস্থান
8. সম্প্রতি, কে “PM SHRI Yojana” -এর ঘোষণা করেছে?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদী
[C] রাজনাথ সিং
[D] নিতিন গডকড়ী