Bengali Current Affairs MCQ: 9th May 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 9th May 2022
1. কোন বিশ্ববিদ্যালয় “Times Higher Education Impact Rankings 2022” -এ শীর্ষে রয়েছে/
[A] University of Oxford
[B] Western Sydney University
[C] Harvard University
[D] Stanford University
2. প্রতিবছর কবে “World Portuguese language Day” পালিত হয়?
[A] 2 মে
[B] 3 মে
[C] 4 মে
[D] 5 মে
3. কোন রাজ্যের ‘Miyan Ka Bada’ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘Mahesh Nagar Halt’ করা হয়েছে?
[A] উত্তরপ্রদেশ
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু
[D] রাজস্থান
4. বিশ্বজুড়ে কোন দিনে World Hand Hygiene Day (WHHD) পালিত হয়?
[A] 4 মে
[B] 5 মে
[C] 3 মে
[D] 6 মে
5. World Hand Hygiene Day (WHHD) 2022 -এর থিম কি?
[A] Clean care for all – it’s in your hands
[B] Unite for safety: clean your hands
[C] Raise a hand for hygiene
[D] Our hands, our future!
6. কোন কেন্দ্রীয় মন্ত্রক “PM MITRA” যোজনা শুরু করেছে?
[A] Ministry of Home Affairs
[B] Ministry of Defence
[C] Ministry of Textiles
[D] Ministry of External Affairs
7. সম্প্রতি, কবে “World Red Cross Day” পালিত হয়েছে?
[A] 5 মে
[B] 8 মে
[C] 7 মে
[D] 6 মে
8. 4th Khelo India Youth Games 2022 -এর ম্যাসকট কী?
[A] Veer
[B] Appu
[C] Gambhir
[D] Dhakad