Bengali Current Affairs Quiz: 13-8-2019
Bengali Current Affairs Quiz: 13-8-2019 for competitive exams in Govt, Railway and Bank with the latest information. Bengali Current Affairs Quiz: 13-8-2019 You can try our 2019 current affairs question and answer Here. This section will help you for better preparation for your job interview in the banking sector, govt exams, and railway exams.
Home > Current Affairs Quiz >Bengali Current Affairs Quiz: 13-8-2019
1. 2019 সালের “Ultimate Table Tennis League” কোন দল জিতেছে?
[A] Dabang Delhi [B] Chennai Lions [C] U Mumba [D] Goa Challengers2. World Elephant Day বিশ্বব্যাপী কখন পালন করা হয়?
[A] August 9 [B] August 10 [C] August 11 [D] August 123. “Sridevi: Girl Woman Superstar” বইটির লেখক কে?
[A] Akshat Verma [B] Satyarth Nayak [C] Juhi Chaturvedi [D] Gazal Dhaliwal4. দূরদর্শনের প্রযোজনায় দেশাত্মবোধক গান ‘বতন’ (Watan) কোন গায়ক গেয়েছেন?
[A] আতিফ ইসলাম [B] অভিজিৎ ভট্টাচার্য্য [C] জাভেদ আলী [D] কবিতা কৃষ্ণমূর্তি5. উত্তর মেরুতে উড়ার জন্য কোন বিমান সংস্থা প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে?
[A] Jet Airways [B] SpiceJet [C] IndiGo [D] Air India6. সদ্য আবিষ্কৃত “কাজিন সারা” হ্রদ বা লেকটি কোন দেশে অবস্থিত?
[A] বাংলাদেশ [B] নেপাল [C] ভুটান [D] ভারত7. ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
[A] Sonia Gandhi [B] A. K. Antony [C] P. Chidambaram [D] Priyanka Vadra8. YES Bank -এর নবনিযুক্ত Group Chief Financial Officer কে?
[A] Maheswar Sahu [B] Anurag Adlakha [C] Anil Jaggia [D] Ravinder Kumar Khanna9. কোন দেশ 2021 সালের মধ্যে হাতির দাঁত বিক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?
[A] ভারত [B] বাংলাদেশ [C] মালেশিয়া [D] সিঙ্গাপুর10. ছাত্র-ছাত্রীদের স্টার্ট-আপগুলি ক্ষমতায়নের জন্য “E – Step” নামক উদ্যোগটি কোন রাজ্য দ্বারা চালু করা হয়েছে?
[A] গুজরাট [B] কর্ণাটক [C] অন্ধ্রপ্রদেশ [D] কেরালাআমরা আশা করি আপনি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজে সন্তুষ্ট কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স কুইজের মূল উদ্দেশ্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করা। কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বা উপরে উল্লিখিত জি কে প্রশ্ন সম্পর্কে আপনার যদি সন্দেহ থাকে তবে নীচে মন্তব্য বিভাগে বিনা দ্বিধায় মন্তব্য করতে পারেন। আমরা শীঘ্রই আপনার কাছে ফিরে আসব।