বাংবাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 11 August 2020 :প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 11 August 2020
1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেদরমোদী চেন্নাই এবং কোন শহরকে সংযুক্ত করতে সাবমেরিন অপটিকাল ফাইবার কেবল (OFC) উদ্বোধন করেছেন?
[A] বিশাখাপত্তম
[B] মুম্বাই
[C] সুরাট
[D] পোর্ট ব্লেয়ার
2. বাৎসরিক ‘World Bio Fuel Day’ কবে পালিত হয়?
[A] 10 August
[B] 11 August
[C] 18 August
[D] 20 August
3. 1945 সালের 9 আগস্ট জাপানের নাগাসাকিতে ফেলে দেওয়া অ্যাটম বোমার কোডনাম কী?
[A] Big Boy
[B] Fat Boy
[C] Big Man
[D] Fat Man
4. লেংপুই বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] মনিপুর
[B] মিজোরাম
[C] মেঘালয়
[D] আসাম
5. পেরুর রাজধানী হল – লিমা। পেরুর মুদ্রার নাম কি?
[A] Eco
[B] Riyal
[C] Sol
[D] Won
6. কোন ভারতীয় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল নিজস্ব Electric Vehicle Policy চালু করেছে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] কর্ণাটক
[C] নয়াদিল্লি
[D] তেলেঙ্গানা
Download Monthly Current Affairs PDF
Latest Post
- Bengali Current Affairs MCQ: 16th March 2023
- Bengali Current Affairs MCQ: 15th March 2023
- Bengali Current Affairs MCQ: 14th March 2023
- Bengali Current Affairs MCQ: 13th March 2023
- Bengali Current Affairs MCQ: 10th March 2023