বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 12 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 12 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 12 August 2020:প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

1. বৈরুট বিস্ফোরণ নিয়ে জনগণের ক্ষোভের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন?

[A] সিরিয়া

[B] লিবিয়া

[C] সুদান

[D] লেবানন

Show Ans

Correct Answer: [D] লেবানন

Short Note : লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব 2020 সালের 10 আগস্ট লেবাননের রাজধানী বৈরুটের ধ্বংসাত্মক বিস্ফোরণে জন্য তার সরকার থেকে পদত্যাগের ঘোষণা করেছেন। 

2. ভারত পাঁচটি পরিবেশ-পর্যটন অঞ্চল উন্নয়নের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?

[A] ইন্দোনেশিয়া

[B] মালেশিয়া

[C] মালদ্বীপ

[D] মরিশাস

Show Ans

Correct Answer: [C] মালদ্বীপ

3. বিশ্ব আদিবাসী দিবস (World Tribal Day) কবে পালিত হয়?

[A] 8 August

[B] 9 August

[C] 10 August

[D] 11 August

Show Ans

Correct Answer: [B] 9 August

Short Note : আন্তর্জাতিক উপজাতীয় দিবস বা আদিবাসী দিবস 9 আগস্ট 2020 সালে পালিত হয়। এই দিনটি আদিবাসী জনগনের অধিকার, প্রচার ও সুরক্ষার লক্ষে পালিত হয়। 

4. প্রখ্যাত কবি রাহাত ইন্দোরি 11 আগস্ট 2020 সালে ইন্তেকাল করেছেন। তিনি কোন ভাষার কবি ছিলেন?

[A] হিন্দি

[B] উর্দু

[C] তামিল

[D] তেলেগু

Show Ans

Correct Answer: [B] উর্দু

5. কোন দেশ 1971 সালের যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে?

[A] ভারত

[B] বাংলাদেশ

[C] মায়ানমার

[D] শ্রীলংকা

Show Ans

Correct Answer: [B] বাংলাদেশ

Short Note: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে শহীদ ভারতীয় সেনাদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। 

6. ‘Swachh Bharat Mission Academy’ কে শুরু করেছেন?

[A] গজেন্দ্রসিং শেখায়াত

[B] নরেন্দ্রমোদী

[C] ড: হর্ষবর্ধন

[D] রাজনাথ সিং

Show Ans

Correct Answer: [A] গজেন্দ্রসিং শেখায়াত

Download Monthly Current Affairs PDF

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =

Scroll to Top