Current Affairs MCQ Pdf: 12 January 2021

Current Affairs MCQ Pdf: 12 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 12 January 2021


1. সম্প্রতি কোন রাজ্য ‘Krishi Sanjeevani Vans’ শুরু করেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] কর্ণাটক

[C] কেরালা

[D] তামিলনাড়ু

Show Ans

Correct Answer: [B] কর্ণাটক

Short Note : সম্প্রতি 7 জানুয়ারী 2021 তারিখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি. এস ইদুয়ারাপ্পা কৃষি ক্ষেত্রে জল ও মাটি পরীক্ষণের জন্য ‘Krishi Sanjeevani Vans’ শুরু করেছে। 

2. সম্প্রতি ‘বিশ্ব হিন্দি দিবস’ কবে পালিত হয়েছে?

[A] 8 জানুয়ারী

[B] 9 জানুয়ারী

[C] 10 জানুয়ারী

[D] 11 জানুয়ারী

Show Ans

Correct Answer: [C] 10 জানুয়ারী

3. সম্প্রতি ‘গৌহাটি হাইকোর্ট’ -এর প্রধান বিচারপতি  নিযুক্ত হন?

[A] রাঘবেন্দ্র চৌহান

[B] সুধাংশু ধুলিয়া

[C] অরূপ কুমার

[D] কোনটিই সঠিক নয় 

Show Ans

Correct Answer: [B] সুধাংশু ধুলিয়া

4. সম্প্রতি কোন রাজ্য ‘বিন্দু সাগর সাফাই অভিযান’ শুরু করেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] উড়িষ্যা

[C] পশ্চিমবঙ্গ

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [B] উড়িষ্যা

5. সম্প্রতি শহরে ক্ৰমবৰ্ধমান প্লাস্টিক দূষণ রুখতে কোন শহরে ‘Thela Bank’ -এর শুরু হয়েছে?

[A] মুম্বাই

[B] লখনৌ

[C] নিউ দিল্লী

[D] ভোপাল

Show Ans

Correct Answer: [B] লখনৌ

6. সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম ‘Fire Park’ স্থাপিত হয়েছে?

[A] মধ্যপ্রদেশ

[B] গুজরাট

[C] উড়িষ্যা

[D] ঝাড়খন্ড

Show Ans

Correct Answer: [C] উড়িষ্যা

7. সম্প্রতি কোন রাজ্য শিক্ষকদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেছে?

[A] কর্ণাটক

[B] মধ্যপ্রদেশ

[C] কেরালা

[D] অন্ধ্রপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] অন্ধ্রপ্রদেশ

8. ‘প্রবাসী ভারতীয় দিবস 2021’ -এর থিম কি ছিল?

[A] Apna Bharat, Apna Gourav

[B] 100 yesrs of Gandhi’s return from South Africa

[C] Contributing to Atmanirbhar Bharat

[D] Redefining engagement with the India diaspora

Show Ans

Correct Answer: [C] Contributing to Atmanirbhar Bharat

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 11 January


Download Current Affairs PDF: 12th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 16 =

Scroll to Top