Current Affairs MCQ Pdf: 8 January 2021

Current Affairs MCQ Pdf: 8 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 8 January 2021


1. সম্প্রতি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ‘তামিল একাডেমি’ প্রতিষ্ঠা করেছে?

[A] উত্তরপ্রদেশ

[B] পশ্চিমবঙ্গ

[C] জম্মু ও কাশ্মীর

[D] দিল্লি

Show Ans

Correct Answer: [D] দিল্লি

Short Note : সম্প্রতি দিল্লি সরকার তামিল ভাষা ও সংস্কৃতি প্রচারের জন্য ‘তামিল একাডেমি’ প্রতিষ্ঠা করেছে। 

2. সম্প্রতি “Marathi Patrakar Din” কবে পালিত হয়েছে?

[A] 3 জানুয়ারি

[B] 4 জানুয়ারি

[C] 5 জানুয়ারি

[D] 6 জানুয়ারি 

Show Ans

Correct Answer: [D] 6 জানুয়ারি

Short Note : মারাঠি পত্রকার বালশাস্ত্রী জাম্বেকার -এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 6 জানুয়ারি তারিখে Marathi Patrakar Din বা মহারাষ্ট্র পত্রাকার দিবস পালিত হয়। 

3. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে বিবাহ করলে 2.5 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে?

[A] মহারাষ্ট্র

[B] গুজরাট

[C] উড়িষ্যা

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [C] উড়িষ্যা

4. সম্প্রতি অরুন কুমার গোস্বামী কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন?

[A] কর্ণাটক

[B] তামিলনাড়ু

[C] অন্ধ্রপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [C] অন্ধ্রপ্রদেশ

5. সম্প্রতি শীতকালীন খেলো ইন্ডিয়া গেমস-এর দ্বিতীয় সংস্করন কোথায় অনুষ্ঠিত হবে?

[A] মুম্বাই

[B] গুলমার্গ

[C] লেহ

[D] দিল্লী

Show Ans

Correct Answer: [B] গুলমার্গ

6. সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কোন সংস্থার সঙ্গে 105 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে?

[A] Asian Development Bank

[B] International Monetary Fund

[C] World Bank

[D] কোনটিই সঠিক নয়

Show Ans

Correct Answer: [C] World Bank

Short Note: পশ্চিমবঙ্গ সরকার জল পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে World Bank-এর সঙ্গে 105 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। 

7. ‘National Metrology Conclave 2021’ -এর থিম কি ছিল?

[A] Metrology for the Inclusive Growth of the Nation

[B] Metrology for Standards

[C] National Measurements

[D] Inclusive Growth of the Nation

Show Ans

Correct Answer: [A] Metrology for the Inclusive Growth of the Nation

8. কে ‘All India Chess Federation’ (AISF) -এর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন?

[A] ভারত সিং

[B] সঞ্জয় কুমার

[C] সন্দীপ কুমার

[D] সঞ্জু রাঠী

Show Ans

Correct Answer: [B] সঞ্জয় কুমার

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 7 January


Download Current Affairs PDF: 8th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

Scroll to Top