Current Affairs MCQ Pdf: 7 January 2021

Current Affairs MCQ Pdf: 7 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 7 January 2021


1. কবে “কেন্দ্রীয় বাজেট 2021” প্রস্তাবিত হবে?

[A] 1 ফেব্রুয়ারী

[B] 1 মার্চ

[C] 31 মার্চ

[D] 1 এপ্রিল

Show Ans

Correct Answer: [A] 1 ফেব্রুয়ারী

Short Note : 2021 সালের কেন্দ্রীয় বাজেট সংসদে 1 ফেব্রুয়ারী তারিখে প্রস্তাবিত হবে। 

2. 63তম বার্ষিক ‘Grammy Awards’ কবে অনুষ্ঠিত হবে?

[A] 25 ফেব্রুয়ারী

[B] 14 মার্চ

[C] 15 এপ্রিল

[D] 15 মার্চ

Show Ans

Correct Answer: [B] 14 মার্চ

Short Note : 63তম বার্ষিক ‘Grammy Awards’ -এর পূর্ব-নির্ধারিত দিনটি ছিল 31 জানুয়ারী। Covid-19 মহামারীর কারণে এটি 14 মার্চ 2021 তারিখে অনুষ্ঠিত হবে। 

3. সম্প্রতি কোন রাজ্য ‘দেশ নায়ক দিবস’ পালনের ঘোষনা করেছে?

[A] বিহার

[B] পশ্চিমবঙ্গ

[C] ঝাড়খন্ড

[D] ঊড়িষ্যা

Show Ans

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ

4. সম্প্রতি পঙ্কজ মিথল কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন?

[A] দিল্লি হাইকোর্ট

[B] বোম্বে হাইকোর্ট

[C] জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট

[D] কোলকাতা হাইকোর্ট

Show Ans

Correct Answer: [C] জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট

5. সম্প্রতি ‘National Metrology Conclave 2021’ -এর উদ্ভোধন কে করেন?

[A] অমিত শাহ

[B] নরেন্দ্র সিং তোমার

[C] নরেন্দ্র মোদী

[D] স্মৃতি ইরানি

Show Ans

Correct Answer: [C] নরেন্দ্র মোদী

6. সম্প্রতি কোন ব্যাঙ্ক Savings Account চালু করার জন্য ‘ভিডিও KYC পরিষেবা’ শুরু করেছে?

[A] SBI

[B] HDFC

[C] ICICI

[D] IDBI Bank

Show Ans

Correct Answer: [D] IDBI Bank

7. সম্প্রতি কোন রাজ্যে ‘রামলিঙ্গেশ্বরা পার্ক’ -এর উদ্বোধন করা হয়েছে?

[A] তামিলনাড়ু

[B] কর্ণাটক

[C] পশ্চিমবঙ্গ

[D] উড়িষ্যা

Show Ans

Correct Answer: [D] উড়িষ্যা

8. সম্প্রতি কোন দেশের পার্লিয়ামেন্ট ‘মালালা ইউসুফজাই স্কলারশিপ’ শুরু করেছে?

[A] চীন

[B] আমেরিকা যুক্তরাষ্ট্র

[C] ফ্রান্স

[D] ইতালি

Show Ans

Correct Answer: [B] আমেরিকা যুক্তরাষ্ট্র

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 6 January


Download Current Affairs PDF: 7th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =

Scroll to Top