Current Affairs Quiz in Bangla Version
Current Affairs Quiz in Bangla Version for competitive exams in Govt, Railway and Bank with the latest information. Current Affairs Quiz in Bangla Version You can try our 2019 current affairs question and answer Here. This section will help you for better preparation for your job interview in the banking sector, govt exams, and railway exams.
Home > Current Affairs Quiz > Current Affairs Quiz in Bangla Version
1. 5 তম “International Army Scout Masters” প্রতিযোগিতা কোন Military Station -এ শুরু হয়েছে?
[A] গোয়ালিয়র [B] জৈসেলমের [C] দেরাদুন [D] আগ্রা2. নোবেল জয়ী Toni Morrison কোন দেশের নাগরিক ছিলেন?
[A] জার্মানি [B] UK [C] ফ্রান্স [D] USA3. 5 তম National Handloom Day (NHD) মূল অনুষ্ঠানের জন্য কোন শহরকে স্থান হিসাবে বেছে নেওয়া হয় ?
[A] পাটনা [B] উদয়পুর [C] অমরাবতী [D] ভুবেনশ্বর4. কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় গ্রাহক সুরক্ষার জন্য “E -Commerce” নিয়মাবলী প্রকাশ করেছে?
[A] Ministry of Coal [B] Ministry of Railways [C] Ministry of Corporate Affairs [D] Ministry of Consumer Affairs5. কোন রাজ্য সরকার নতুন উচ্চশিক্ষার মডেল “RACE” চালু করেছে?
[A] মধ্যপ্রদেশ [B] গুজরাট [C] রাজস্থান [D] পশ্চিমবঙ্গ6. সম্প্রতি খবরে প্রকাশিত “Urkund” নামক Software টি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
[A] বীমা [B] শেয়ার বাজার [C] ডিজিটাল ব্যাঙ্কিং [D] শিক্ষা7. ভারতীয় রেলপথ কোন জোনে একটি নতুন Biometric Tocken System (BTS) চালু করেছে?
[A] উত্তর-পশ্চিম রেলপথ [B] পশ্চিম রেলপথ [C] পূর্ব-মধ্যে রেলপথ [D] দখ্খীন-পশ্চিম রেলপথ8. কোন রাজ্য / কেন্দ্রশাসিত সরকার “Oral History Programme” নামক একটি প্রকল্প চালু করেছে?
[A] দিল্লি [B] আন্দামান ও নিকোবর [C] কেৱল [D] পশ্চিমবঙ্গ9. কোন্ IIT -এর গবেষকরা “Cell Culture or Microbiological Assays” ছাড়াই ব্যাকটিরিয়া সনাক্ত করতে পোর্টেবল ডিভাইস তৈরি করেছেন?
[A] IIT খড়্গপুরে [B] IIT বোম্বে [C] IIT গোহাটি [D] IIT মাদ্রাজ10. Jay Om Prakash, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন, কোন ক্ষেত্রের প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন?
[A] ফটোগ্রাফি [B] চলচিত্র [C] সাংবাদিকতা [D] ক্রীড়াবিদLatest Post
- Bengali Current Affairs MCQ: 26th January 2024
- Bengali Current Affairs MCQ: 25th January 2024
- Bengali Current Affairs MCQ: 24th January 2024
- Bengali Current Affairs MCQ: 23rd January 2024
- Bengali Current Affairs MCQ: 22nd January 2024