Daily Current Affairs MCQ: 15th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs MCQ: 15th December 2020
1. ISRO কবে কমিউনিকেশন স্যাটেলাইট CMS-01 লঞ্চ করবে?
[A] 15 ডিসেম্বর
[B] 16 ডিসেম্বর
[C] 17 ডিসেম্বর
[D] 21 ডিসেম্বর
2. ‘Ramanujan Prize 2020’ কে পেয়েছে?
[A] Grigori Perelman
[B] Dr Carolina Arajuo
[C] Cédric Villani
[D] Andrew Wiles
3. ‘স্বাধীনতা সড়ক’ কোন দুটি দেশের মধ্যে খোলা হবে?
[A] ভারত ও নেপাল
[B] ভারত ও চীন
[C] ভারত ও পাকিস্তান
[D] ভারত ও বাংলাদেশ
4. NASA -এর 2024 সালের চন্দ্র মিশনের জন্য কোন ভারতীয় নভোচারী (Astronaut) নির্বাচিত হয়েছেন?
[A] Ravi Chari
[B] Rakesh Sharma
[C] Raja Jon Vurputoor
[D] Ravish Malhotra
5. ” TIME 2020: Businessperson Of The Year ” খেতাব কে জিতেছেন?
[A] Eric Yuan
[B] Steve Ballmer
[C] Satya Nadella
[D] Ajay Banga
6. ISRO কোন স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-এর দ্বারা CMS-01 স্যাটেলাইট লঞ্চ করবে?
[A] CartoSat-2B
[B] RISAT-2BR1
[C] GSAT-31
[D] PSLV-C50
7. ISRO কত সালে প্রতিষ্টিত হয়?
[A] 15 আগস্ট 1969
[B] 15 আগস্ট 1979
[C] 15 আগস্ট 1959
[D] 15 আগস্ট 1965
8. কবে ‘Securities and Exchange Board of India’ (SEBI) -এর প্রতিষ্ঠা হয়?
[A] 1 এপ্রিল 1935
[B] 12 এপ্রিল 1992
[C] 12 জুলাই 1955
[D] 22 জুন 1992
Read More: Current Affairs MCQ: 14th December