Daily Current Affairs Quiz: 20th November 2020

Daily Current Affairs Quiz: 20th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 20th November 2020

1. কবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালিত হয়?

[A] 18 নভেম্বর

[B] 19 নভেম্বর

[C] 20 নভেম্বর

[D] 21 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 19 নভেম্বর

Short Note: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1917 সালের 19 নভেম্বর তারিখে জন্মগ্রহন করেন। 

2. ‘World Toilet Day’ কবে পালিত হয়?

[A] 18 নভেম্বর

[B] 19 নভেম্বর

[C] 20 নভেম্বর

[D] 21 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 19 নভেম্বর

Short Note : বিশ্ব শৌচালয় দিবস বা World Toilet Day প্রতিবছর 19 নভেম্বর তারিখে পালিত হয়। World Toilet Day 2020 -এর থিম ছিল -‘Sustainable Sanitation and Climate Change’.

3. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মাস্ক না করার জন্য ২০০০ টাকা জরিমানা ঘোষণা করেছে?

[A] পুদুচেরি

[B] উত্তরপ্রদেশ

[C] গুজরাট

[D] দিল্লি

Show Ans

Correct Answer: [D] দিল্লি

Short Note : দিল্লি সরকার মাস্ক না পরার জন্য জরিমানা 500 টাকা থেকে 2020 টাকা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 19 নভেম্বর 2020 তারিখে ক্ৰমবৰ্ধমান করোনা ভাইরাস -এর পরিপ্রেক্ষিতে এই ঘোষণা করেন। 

4. ভারতীয় নির্বাচন কমিশনার সোনু সুডকে কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে?

[A] হরিয়ানা

[B] পাঞ্জাব

[C] দিল্লি

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] পাঞ্জাব

5. ভারত কোন বছর প্রথম বার ‘ফিফা অনুর্ধ ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্ট’ -এর আয়োজন করবে?

[A] 2021 সালে

[B] 2022 সালে

[C] 2023 সালে

[D] 2024 সালে

Show Ans

Correct Answer: [B] 2022 সালে

6. বিহার বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] রেনু দেবী

[B] বিজয় কুমার চৌধুরী

[C] মদন মোহন তিওয়ারি

[D] নন্দ কিশোর যাদব

Show Ans

Correct Answer: [D] নন্দ কিশোর যাদব

7. সম্প্রতি জাপান কোন দেশের সঙ্গে “ল্যান্ডমার্ক সুরক্ষা সমঝোতা” স্বাক্ষর করেছে?

[A] ভিয়েতনাম

[B] চীন

[C] অস্ট্রেলিয়া

[D] দক্ষিন কোরিয়া

Show Ans

Correct Answer: [C] অস্ট্রেলিয়া

8. ‘World Customs Orgnization’ (WCO) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] ভিয়েনা

[B] সুইজারল্যান্ড

[C] বেলজিয়াম

[D] ফিলিফিন্স

Show Ans

Correct Answer: [C] বেলজিয়াম

Join on Telegram

Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 19 নভেম্বর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =

Scroll to Top