Bengali Current Affairs: 5th November 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 5th November 2021
1. সম্প্রতি, প্রয়াত Ahmad Shah Ahmadzai কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী পদে অধীন ছিলেন?
[A] ইরান
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] ইয়ামেন
[D] আফগানিস্তান
2. নিম্নলিখিত কোন মিশনটি Guinness World Records -এর খেতাব পেয়েছে?
[A] Jigyasa Mission
[B] Self-Reliant India Mission
[C] National Mission for Clean Ganga
[D] Properietary Mission
3. সম্প্রতি, সার্বিয়া -তে অনুষ্ঠিত “5th Rujna Zora Chess Tournament” কে জিতেছে?
[A] P. Iniyan
[B] Jha Sriram
[C] Karthik Venkataraman
[D] Viswanathan Anand
4. Public Affairs Index Rankings 2021- এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] আসাম
[B] পাঞ্জাব
[C] হরিয়ানা
[D] কেরালা
5. কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহের জন্য কোন রাজ্য ‘Uttam Beej Portal’ লঞ্চ করেছে?
[A] পাঞ্জাব
[B] হরিয়ানা
[C] ঝাড়খন্ড
[D] উড়িষ্যা
6. সম্প্রতি, কোন রাজ্যে “National Tribal Dance Festival 2021” অনুষ্ঠিত হয়েছে?
[A] বিহার
[B] ঝাড়খন্ড
[C] উত্তরপ্রদেশ
[D] নাগাল্যান্ড
7. কোন সংস্থা ”Whistle-blower Portal” লঞ্চ করেছে?
[A] IRCTC
[B] Power Finance Corporation Ltd
[C] IREDA
[D] NHPC Ltd.
8. কোন বিশ্ববিদ্যালয় “Maulana Abul Kalam Azad Trophy 2021” জিতেছে?
[A] Panjab University
[B] Kalinga Institute of Industrial Technology
[C] Lovely Professional University
[D] Delhi University