Bengali Current Affairs MCQ: 16th February 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 16th February 2023
1. সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য “জল জন অভিযান” লঞ্চ করেছেন?
[A] হিমাচল প্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] বিহার
[D] রাজস্থান
2. জম্মু ও কাশ্মীর হাইকোর্ট -এর মুখ্য বিচারপতি পদে কে শপথ গ্রহণ করেছেন?
[A] Justice KM Joseph
[B] Justice Nongmeikapam Kotiswar Singh
[C] Justice Sanjiv Khanna
[D] Justice Ali Mohammad Magrey
3. কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক T20 -এ 100 ইউকেট নিয়েছে?
[A] রাধা যাদব
[B] ইকতা বিস্ট
[C] দীপ্তি শর্মা
[D] রাজেশ্বরী গায়কবার
4. সম্প্রতি, নিম্নলিখিত কে “Men’s National Race Walking Championship” জিতেছে?
[A] রাজদ্বীপ সিং
[B] মোহিত সিং
[C] রাজেশ নামদেব
[D] অক্ষদ্বীপ সিং
5. সম্প্রতি, প্রয়াত জাভেদ খান আমরোহী কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] অভিনেতা
[B] সমাজসেবী
[C] রাজনেতা
[D] গায়ক
6. সম্প্রতি, কোন সমাজসেবী -কে “মহারাষ্ট্র ভূষণ” পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] গোবিন্দ সিং
[B] মহাদেব চৌহান
[C] সুব্বারাও ধর্মদাস
[D] আপ্পাসাহেব ধর্মাধিকারী
7. সম্প্রতি, জাস্টিস যশবন্ত সিং কোন হাইকোর্ট -এর মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] গুজরাট হাইকোর্ট
[B] ত্রিপুরা হাইকোর্ট
[C] মাদ্রাজ হাইকোর্ট
[D] গৌহাটি হাইকোর্ট
8. সম্প্রতি, জাস্টিস সন্দ্বীপ মেহেতা কোন হাইকোর্ট -এর মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] গুজরাট হাইকোর্ট
[B] ত্রিপুরা হাইকোর্ট
[C] মাদ্রাজ হাইকোর্ট
[D] গৌহাটি হাইকোর্ট
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |