Bengali Current Affairs MCQ: 1st March 2023

Bengali Current Affairs MCQ: 1st March 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs MCQ: 1st March 2023

1. “National Badminton Championship 2023” -এ কে মহিলা একক শিরোপা জিতেছে?
[A] সয়ালী গোখলে
[B] পিভি সিন্ধু
[C] অনুপমা উপাধ্যায়
[D] অকার্শি কাশ্যপ

Show Ans
Correct Answer: [C] অনুপমা উপাধ্যায়

2. প্রতিবছর কবে “World Civil Defense Day” পালিত হয়?
[A] 27 ফেব্রুয়ারী
[B] 28 ফেব্রুয়ারী
[C] 1 মার্চ
[D] 2 মার্চ

Show Ans

Correct Answer: [C] 1 মার্চ
Short Note: এবছরের থিম হল – “unifying the world’s leading industry specialists for the safety and security of future generations”

3. PepsiCo -এর নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন?
[A] সানি দেওল
[B] শাহিদ কাপুর
[C] রণভীর সিং
[D] প্রভাস

Show Ans

Correct Answer: [C] রণভীর সিং

4. সম্প্রতি, কে “Best FIFA Men’s Player Award 2022” জিতেছে? 
[A] Cristiano Ronaldo
[B] Lionel Messi
[C] Neymar
[D] Sunil Chettri

Show Ans

Correct Answer: [B] Lionel Messi

5. সম্প্রতি, কে NASA -এর প্ৰথম মহিলা মুখ্য বিজ্ঞানী নিযুক্ত হয়েছেন?
[A] Nicola Fox
[B] Endea Table
[C] Sheetal Medhola
[D] Julia Allen

Show Ans

Correct Answer: [A] Nicola Fox
Short Note:

NASA –

  • The National Aeronautics and Space Administration
  • সদরদপ্তর – ওয়াসিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
  • প্রতিষ্টা – 29 জুলাই 1958

6. কোন রাজ্য মধ্যপ্রদেশ কে পরাজিত করে “Senior Women’s National Hockey Championship 2023” জিতেছে?
[A] মহারাষ্ট্র
[B] হরিয়ানা
[C] উত্তরপ্রদেশ
[D] কর্ণাটক

Show Ans

Correct Answer: [A] মহারাষ্ট্র

7. কোন দেশ “Sultan Johor Hockey Cup 2022” জিতেছে?
[A] ভারত
[B] পাকিস্তান
[C] অস্ট্রেলিয়া
[D] জাপান

Show Ans

Correct Answer: [A] ভারত
Short Note: ভারতের জুনিয়ার পুরুষ হকি দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে “Sultan Johor Hockey Cup 2022” জিতেছে। 

8. কোন রাজ্য “Global responsible Tourism Summit” -এর আয়োজন করেছে?
[A] সিকিম
[B] কেরালা
[C] গোয়া
[D] হিমাচল প্রদেশ

Show Ans

Correct Answer: [B] কেরালা
Short Note:

কেরালা (Kerala) –

  • স্থাপনা – 1 নভেম্বর 1956
  • রাজধানী – তিরুবন্তপুরম
  • মুখ্যমন্ত্রী – পিনারায়ই বিজয়ান
  • রাজ্যপাল -আরিফ মোহাম্মদ খান
  • লোকসভা আসন – 20, রাজ্যসভা আসন – 9, বিধানসভা আসন – 140
  • প্রতিবেশী রাজ্য – তামিলনাড়ু এবং কর্ণাটক


প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।


Join on TelegramClick Here
Join FacebookClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =

Scroll to Top