Bengali Current Affairs MCQ: 27-28th February 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 27-28th February 2023
1. Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) -এর জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন?
[A] Jayant Sinha
[B] Shailesh Pathak
[C] Ajay Singh Parmar
[D] Arun Kumar
2. সম্প্রতি, কবে “World NGO Day” পালিত হয়েছে?
[A] 25 ফেব্রুয়ারী
[B] 26 ফেব্রুয়ারী
[C] 27 ফেব্রুয়ারী
[D] 28 ফেব্রুয়ারী
3. সম্প্রতি, কোন রাজ্যে “Ellora-Ajata International Festival 2023” শুরু হয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] উত্তর প্রদেশ
[C] ঝাড়খন্ড
[D] মধ্য প্রদেশ
4. সম্প্রতি, কে “Director General Quality Assurance (DGQA)” -এর দায়িত্বভার গ্রহণ করেছেন?
[A] BS Chauhan
[B] RS Rein
[C] Devendra Kumar
[D] MN Naravane
5. ভারতে প্রতিবছর কবে “National Science Day” পালিত হয়?
[A] 25 ফেব্রুয়ারী
[B] 26 ফেব্রুয়ারী
[C] 27 ফেব্রুয়ারী
[D] 28 ফেব্রুয়ারী
6. “National Science Day 2023” -এর থিম কি?
[A] New Technology for Future
[B] Global Science for Youth
[C] Global Innovation for Future
[D] Global Science for Global Wellbeing
7. সম্প্রতি, কাকে “Entrepreneur of the Year 2022” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] সজ্জন জিন্দাল
[B] জয় দেব
[C] গোবিন্দ সিং
[D] নারায়ণ কুমার
8. সম্প্রতি, কোন রাজ্য “Senior Women’s National Hockey Championship” জিতেছে?
[A] পাঞ্জাব
[B] মধ্যপ্রদেশ
[C] হরিয়ানা
[D] গুজরাট
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |