Bengali Current Affairs MCQ: 25th January 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 25th January 2023
1. প্রতিবছর ভারতে কবে “National Voter’s Day” পালিত হয়??
[A] 23 জানুয়ারী
[B] 24 জানুয়ারী
[C] 26 জানুয়ারী
[D] 25 জানুয়ারী
2. “National Voters’ Day 2023” -এর থিম কী?
[A] “Every vote matter, Go for it”
[B] “Go and vote for Democracy”
[C] “I vote for Nation”
[D] “Nothing like voting, I vote for Sure”
3. নিউজিল্যান্ডের 41তম প্রধানমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
[A] Jacinda Ardern
[B] Carmel Sepuloni
[C] Chris Hipkins
[D] Chris Carlson Cook
4. সম্প্রতি, কোন দেশে আন্তর্জাতিক পর্যটন উৎসব “FITUR 2023” শুরু হয়েছে?
[A] জাপান
[B] অস্ট্রেলিয়া
[C] ভারত
[D] স্পেন
5. কোন রাজ্যে ইন্দো-ইজিপ্ট প্রথম যৌথ্য সামরিক অনুশীলন “CYCLONE-I” শুরু হয়েছে?
[A] সিকিম
[B] রাজস্থান
[C] মিজোরাম
[D] মহারাষ্ট্র
6. কোন রাজ্য সরকার “Kanti Velugu” প্রকল্পের দ্বিতীয় সংস্করণ শুরু করেছে?
[A] গোয়া
[B] মনিপুর
[C] তেলেঙ্গানা
[D] হরিয়ানা
7. DGCA -এর পরবর্তী ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন?
[A] সুমন চাওলা
[B] অনিরুদ্ধ গোয়েল
[C] বিকাশ মালহোত্রা
[D] বিক্রম দেব দত্ত
8. ভারতীয় নৌসেনা কোন রাজ্যে বৃহত্তম অনুশীলন “AMPHEX 2023” শুরু করেছে?
[A] হিমাচল প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |