Bengali Current Affairs MCQ: 30th January 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 30th January 2023
1. মধ্য-রেলওয়ের জেনারেল ম্যানেজার পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অনিল কুমার লাহোতি
[B] নরেশ লালবানী
[C] অশোক কুমার মিশ্রা
[D] অলোক সিং
2. নিম্নলিখিত কে “ICC Men’s Cricketer of the year 2022” -এর জন্য নির্বাচিত হয়েছেন?
[A] বাবর আজম
[B] সূর্যকুমার যাদব
[C] বিরাট কোহলি
[D] বেন স্ট্রোকস
3. “International Customs day” কবে পালিত হয়?
[A] 18 জানুয়ারী
[B] 21 জানুয়ারী
[C] 26 জানুয়ারী
[D] 20 জানুয়ারী
4. Tata Trusts -এর নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন?
[A] সিদ্বার্থ শর্মা
[B] সুনীল শুক্লা
[C] রাজপাল সিং
[D] দেবেন্দর ভরদ্বাজ
5. “International Holocaust Remembrance Day” কবে পালিত হয়?
[A] 20 জানুয়ারী
[B] 21 জানুয়ারী
[C] 23 জানুয়ারী
[D] 27 জানুয়ারী
6. কোন রাজ্য সরকার “Ladli Bahina Scheme” লঞ্চ করেছে?
[A] পশ্চিমবঙ্গ
[B] তামিলনাড়ু
[C] মধ্যপ্রদেশ
[D] অরুণাচল প্রদেশ
7. Australian Open Championship 2023 -এ Men’s Single Title কে জিতেছে?
[A] Rafael Nadal
[B] Novak Djokovic
[C] Jason Kubler
[D] Stefanos Tsitsipas
8. কোন দেশ “Men’s Hockey World Cup 2023” শিরোপা জিতেছে?
[A] জার্মানি
[B] বেলজিয়াম
[C] ইংল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |