Bengali Current Affairs MCQ: 5th May 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 5th May 2023
1. বিশ্ব ব্যাংক -এর 14তম প্রেসিডেন্ট পদে কে শপথ গ্রহণ করলেন?
[A] অজয় বাঙ্গা
[B] অজয় সিনহা
[C] অভিষেক অবস্থি
[D] গীতা গোপীনাথ
2. মহারাষ্ট্র সরকার কোন সংস্থার সঙ্গে 5000 কোটি টাকা বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে?
[A] Google
[B] ICICI Finance
[C] Bajaj Finserv
[D] Tata Infotech
3. প্রতিবছর কবে “World Environment Day” পালিত হয়?
[A] 3 জুন
[B] 4 জুন
[C] 5 জুন
[D] 6 জুন
4. কোন রাজ্য সরকার “Mo Ghara Scheme” লঞ্চ করেছে?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] রাজস্থান
[D] সিকিম
5. সম্প্রতি, কবে “World Milk Day” পালিত হয়েছে?
[A] 1st June
[B] 2nd June
[C] 3rd June
[D] 4th June
6. ভারতের নতুন Central Vigilance Commissioner (CVC) কে নিযুক্ত হয়েছেন?
[A] বিশ্বাস কুমার
[B] বিরেন সিং মিশ্রা
[C] প্রবীন কুমার শ্রীবাস্তব
[D] বলজিৎ কৌর
7. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে “Kheer Bhawani Mela” আয়োজিত হয়?
[A] দিল্লী
[B] জম্মু ও কাশ্মীর
[C] পুডুচেরী
[D] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
8. Steel Authority of India Limited (SAIL) -এর নতুন CMD কে নিযুক্ত হয়েছেন?
[A] অমরেন্দু প্রকাশ
[B] অশোক মেহেতা
[C] রোহিত শর্মা
[D] দীনেশ ভূপতি
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |