Bengali Current Affairs MCQ: 6th May 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 6th May 2023
1. সম্প্রতি, রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Sri Lanka
[B] Maldives
[C] Bangladesh
[D] Suriname
2. কোন শিক্ষাপ্রতিষ্ঠান “NIRF overall ranking 2023” -এ শীর্ষে রয়েছে?
[A] IIT Kanpur
[B] IIT Kharagpur
[C] IIT Madras
[D] IIT Delhi
3. সম্প্রতি, কে “ISSF Junior World Cup 10m Air Rifle” প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছে?
[A] সঞ্জীব রাজপূত
[B] সৌরভ চৌধুরী
[C] আনিস ভানওয়ালা
[D] ধনুষ শ্রীকান্ত
4. Central Board of Film Certification (CBFC) -এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন?
[A] গজেন্দ্র চৌহান
[B] মুকেশ খান্না
[C] উদিত নারায়ণ
[D] প্রসূন জোশি
5. প্রতিবছর কবে “World Brain Tumor Day” পালিত হয়?
[A] 5 জুন
[B] 6 জুন
[C] 7 জুন
[D] 8 জুন
6. কোন রাজ্য সরকার “Nand Baba Milk Scheme” লঞ্চ করেছে?
[A] মধ্য প্রদেশ
[B] ঝাড়খন্ড
[C] ছত্তিসগড়
[D] উত্তর প্রদেশ
7. সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের “পর্যটন শিল্পের” ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন?
[A] উড়িষ্যা
[B] পশ্চিমবঙ্গ
[C] ত্রিপুরা
[D] আসাম
8. প্রতিবছর কবে “World Food Safety Day” পালিত হয়?
[A] 3 জুন
[B] 5 জুন
[C] 7 জুন
[D] 9 জুন
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |