Bengali Current Affairs MCQ: 7th March 2023

Bengali Current Affairs MCQ: 7th March 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Bengali Current Affairs MCQ: 7th March 2023

1. কোথায় ইন্দো-ফ্রান্স যুক্ত সামরিক অনুশীলন “Fringex-23” শুরু হয়েছে?
[A] পিথোরাগড়
[B] তিরুবন্তপুরম
[C] শ্রীনগর
[D] জয়পুর

Show Ans

Correct Answer: [B] তিরুবন্তপুরম

2. ভারতের 28th Controller General of Accounts (CGA) পদে কে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন? 
[A] এস. এস. ডুবে
[B] সোমা রায় বর্মন
[C] অশ্বিনী বৈষ্ণব
[D] সুমিত ত্যাগী

Show Ans

Correct Answer: [A] এস. এস. ডুবে

3. সম্প্রতি, কে মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন?
[A] Prestone Tynsong
[B] Phagu Chauhan
[C] Prem Tamang
[D] Conrad Sangma

Show Ans

Correct Answer: [D] Conrad Sangma
Short Note: কোনার্ড সাংমা পরপর দ্বিতীয় বারের মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন।

মেঘালয় (Meghalaya) –

  • প্রতিষ্ঠা – 21 জানুয়ারী 1972
  • রাজধানী – শিলং
  • রাজ্যপাল – সত্যপাল মালিক
  • মুখ্যমন্ত্রী – কোনার্ড সাংমা
  • প্রতিবেশী রাজ্য – অসম
  • আন্তর্জাতিক সীমানা – বাংলাদেশ
  • লোকসভা আসন- 2, রাজ্যসভা আসন – 1, বিধানসভা আসন – 60

4. Bombay Stock Exchange (BSE) কোন সংস্থার সহযোগিতায় “FinlmPower” লঞ্চ করেছে?
[A] UNESCO
[B] UN Women India
[C] National Women’s Commission
[D] World Bank

Show Ans

Correct Answer: [B] UN Women India

5. নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
[A] T. R. Zeliang
[B] Yanthungo Patton
[C] Prem Tamang
[D] Neiphiu Rio

Show Ans

Correct Answer: [D] Neiphiu Rio
Short Note: নেইফিউ রিও পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। 

6. নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
[A] Keneizhakho Nakhro
[B] Salhoutuonou Kruse
[C] Azheto Zhimomi
[D] Hekani Jakhalu

Show Ans

Correct Answer: [B] Salhoutuonou Kruse

7. সম্প্রতি, প্রকাশিত “Electoral Democracy Index 2023” -এ ভারতের অবস্থান কত?
[A] 105th
[B] 108th
[C] 111th
[D] 114th

Show Ans

Correct Answer: [B] 108th

8. কোন কেন্দ্রীয় মন্ত্রক “Pradhan Mantri Kaushal Vikash Yojana” শুরু করেছে?
[A] Ministry of Home Affairs
[B] Ministry of Education
[C] Ministry of Minority Affairs
[D] Ministry of Skill Development

Show Ans

Correct Answer: [D] Ministry of Skill Development


প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।


Join on TelegramClick Here
Join FacebookClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Scroll to Top