Bengali Current Affairs MCQ: 9th January 2024 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 9th January 2024
1. এলিজাবেথ বোর্নে (Elizabeth Bourne) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন?
[A] ফ্রান্স
[B] আর্জেন্টিনা
[C] আয়ারল্যান্ড
[D] পর্তুগাল
2. কোন রাজ্য “College Phagthansi Mission” শুরু করেছে?
[A] মনিপুর
[B] অসম
[C] অরুণাচল প্রদেশ
[D] মেঘালয়
3. জুলাই, 2024 সালে “UNESCO World Heritage Committee” -এর সভাপতিত্ব করবে?
[A] জাপান
[B] ফ্রান্স
[C] নেপাল
[D] ভারত
4. “National Sports Awards 2023” বিজয়ী বৈশালী রমেশবাবু কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত?
[A] তীরন্দাজ
[B] দাবা
[C] বক্সিং
[D] গল্ফ
5. সম্প্রতি ‘Chandubi Mahotsav” কোন রাজ্যে পালিত হয়েছে?
[A] বিহার
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] হরিয়ানা
6. সম্প্রতি, প্রকাশিত “Sanskriti Ke Ayaam” পুস্তকটি কে লিখেছেন?
[A] অরুন্ধতী রায়
[B] মনোরমা মিশ্রা
[C] অমিতাভ ঘোষ
[D] ঝুম্পা লাহিড়ী
7. BIMSTEC -এর নতুন সেক্রটারি জেনারেল পদে নিযুক্ত হলেন?
[A] অশ্বনি গুপ্তা
[B] ইন্দ্র মানি পান্ডে
[C] রিতেশ পাই
[D] সঞ্জীব আগরওয়াল
8. কোন রাজ্য সরকার SC/ST ছাত্র-ছাত্রীদের জন্য “যোগ্যশ্রী” প্রকল্প শুরু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] পশ্চিমবঙ্গ
[C] মধ্যপ্রদেশ
[D] আসাম
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |