বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 14 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 14 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 14 August 2020:প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

1. বিশ্বজুড়ে বার্ষিক ‘World Elephant Day‘ কবে পালিত হয়?

[A] ১০ আগস্ট

[B] ১১ আগস্ট 

[C] ১২ অগাস্ট

[D] ১৩ আগস্ট

Show Ans

Correct Answer: [C] ১২ অগাস্ট

Short Note : হাতি সংরক্ষনের সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১২ আগস্ট ‘বিশ্ব হাতি দিবস’ পালিত হয়।

সর্বপ্রথম হাতি দিবস পালিত হয় ১২ আগস্ট , ২০১২ সালে।

2. Steel Authority of India Ltd (SAIL) -এর নতুন চেয়ারপার্সন কে নিযুক্ত হয়েছেন?

[A] বলরাজ জোশি

[B] গুরদীপ সিং

[C] সোমা মন্ডল

[D] কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [C] সোমা মন্ডল

Short Note: Steel Authority of India Ltd (SAIL) -এর নতুন চেয়ারপার্সন  নিযুক্ত হয়েছেন সোমা মন্ডল।

SAIL -এর গঠন হয় – ১৯ জানুয়ারী, ১৯৫৪ সালে। 

3. গয়া আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?

[A] পশ্চিমবঙ্গ

[B] ঝাড়খন্ড

[C] উত্তরপ্রদেশ

[D] বিহার

Show Ans

Correct Answer: [D] বিহার

Short Note : গয়া বিমানবন্দরের অপর একটি নাম হল – বৌদ্ধ গয়া বিমানবন্দর। 

4. “Our Only Home: A Climate Appeal to the World” বইটির লেখক কে?

[A] অনিতা দেশাই

[B] দালাই লামা

[C] অরুন্ধতী রায়

[D] বিক্রম শেঠ

Show Ans

Correct Answer: [B] দালাই লামা

5. কোন কোম্পানি ভারতের প্রথম ‘Pocket Android POS Device’ তৈরি করেছে?

[A] Phone Pe

[B] Gpay

[C] Paytm

[D] Paypl

Show Ans

Correct Answer: [C] Paytm

Download Monthly Current Affairs PDF

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =

Scroll to Top