Current Affairs in Bengali PDF: 23 October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
Current Affairs in Bengali PDF: 23 October 2020
1. প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ্ আইন কার্যকরী হতে চলেছে?
[A] দিল্লী
[B] জম্মু ও কাশ্মীর
[C] লাদাখ
[D] পুডুচেরী
2. কোন রাজ্য সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] ছত্তিসগড়
[C] ঝাড়খন্ড
[D] মহারাষ্ট্র
3. কোন রাজ্য সরকার স্মার্ট ব্ল্যাক বোর্ড প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] তামিলনাড়ু
[D] তেলেঙ্গানা
4. United Nations Day বা জাতিসঙ্ঘ দিবস কবে পালিত হয়?
[A] 21 অক্টোবর
[B] 23 অক্টোবর
[C] 22 অক্টোবর
[D] 24 অক্টোবর
5. কেন্দ্রীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রক প্রকাশিত “অ্যামোনিয়া মুক্ত ভারত সূচক” -এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
[A] হরিয়ানা
[B] গুজরাট
[C] মেঘালয়
[D] পাঞ্জাব
6. Internationl Snow Leopard Day বিশ্বজুড়ে কবে পালিত হয়?
[A] 21 অক্টোবর
[B] 22 অক্টোবর
[C] 23 অক্টোবর
[D] 24 অক্টোবর
7. ‘চীনচোলি বন্যজীবন অভয়ারণ্য’ -টি কোন রাজ্যে অবস্থিত?
[A] উত্তরপ্রদেশ
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] মেঘালয়
8. চাবাহার বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] ইজরায়েল
[B] মিশর
[C] কুয়েত
[D] ইরান
Correct Answer: [D] ইরান
To Download Bangla Current Affairs MCQ: 23-24 October 2020 – Click Here
For More Daily Current Affairs – Click Here