Current Affairs in Bengali PDF: 23 October 2020

Current Affairs in Bengali PDF: 23 October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Current Affairs in Bengali PDF: 23 October 2020

1. প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ্ আইন কার্যকরী হতে চলেছে?

[A] দিল্লী

[B] জম্মু ও কাশ্মীর

[C] লাদাখ

[D] পুডুচেরী

Show Ans

Correct Answer: [B] জম্মু ও কাশ্মীর

Short Note: কেন্দ্রীয় মন্ত্রী সভা জম্মু কাশ্মীরে পঞ্চায়েতি রাজ আইন ১৯৮৯ গ্রহণের অনুমতি দিয়েছে। ভারতের বর্তমান কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ্ মন্ত্রী হলেন__ নরেন্দ্র সিং তোমার। 

2. কোন রাজ্য সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

[A] মধ্যপ্রদেশ

[B] ছত্তিসগড়

[C] ঝাড়খন্ড

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [B] ছত্তিসগড়

Short Note : ছত্তিসগড় রাজ্য সরকার Covid হাসপাতালে মেডিকেল অক্সিজেনের সজলভ্যতা ও সময়মতো সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যের সব মেডিকেল কলেজ ও ১১ টি জেলা হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করবে। 

3. কোন রাজ্য সরকার স্মার্ট ব্ল্যাক বোর্ড প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে?

[A] কেরালা

[B] কর্ণাটক

[C] তামিলনাড়ু

[D] তেলেঙ্গানা

Show Ans

Correct Answer: [C] তামিলনাড়ু

Short Note : তামিলনাড়ু রাজ্য সরকার উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত ৮০,০০০ বেশি সরকারি স্কুলে স্মার্ট ব্ল্যাক বোর্ড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 

4. United Nations Day বা জাতিসঙ্ঘ দিবস কবে পালিত হয়?

[A] 21 অক্টোবর

[B] 23 অক্টোবর

[C] 22 অক্টোবর

[D] 24 অক্টোবর

Show Ans

Correct Answer: [D] 24 অক্টোবর

Short Note : United Nations Day বা জাতিসঙ্ঘ দিবস 2020 সালে 24 অক্টোবর তারিখে পালিত হয়।

5. কেন্দ্রীয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রক প্রকাশিত “অ্যামোনিয়া মুক্ত ভারত সূচক” -এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?

[A] হরিয়ানা

[B] গুজরাট

[C] মেঘালয়

[D] পাঞ্জাব

Show Ans

Correct Answer: [A] হরিয়ানা

Short Note : হরিয়ানার রাজধানী – চন্ডিগড়, মুখ্যমন্ত্রী – মনোহরলাল খট্টর, রাজ্যপাল – সত্যদেব নারায়ণ আর্য। 

6. Internationl Snow Leopard Day বিশ্বজুড়ে কবে পালিত হয়?

[A] 21 অক্টোবর

[B] 22 অক্টোবর

[C] 23 অক্টোবর

[D] 24 অক্টোবর

Show Ans

Correct Answer: [C] 23 অক্টোবর

Short Note : বিশ্বজুড়ে Internationl Snow Leopard Day পালিত হয় 23 অক্টোবর।Internationl Snow Leopard Day প্রথম পালিত হয় – 2014 সালের 23 অক্টোবর তারিখে।

7. ‘চীনচোলি বন্যজীবন অভয়ারণ্য’ -টি কোন রাজ্যে অবস্থিত?

[A] উত্তরপ্রদেশ

[B] কর্ণাটক

[C] অন্ধ্রপ্রদেশ

[D] মেঘালয়

Show Ans

Correct Answer: [B] কর্ণাটক

8. চাবাহার বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

[A] ইজরায়েল

[B] মিশর

[C] কুয়েত

[D] ইরান

Show Ans

Correct Answer: [D] ইরান

To Download Bangla Current Affairs MCQ: 23-24 October 2020 – Click Here

For More Daily Current Affairs – Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =

Scroll to Top