Current Affairs MCQ Pdf: 26 February 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 26 February 2021
1. সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ‘Rashtra Pratham – 82 Varshon ki Swarnim Gatha’ শীর্ষক একটি বই প্রকাশ করেছেন। এটি কিসের সঙ্গে সম্পর্কিত?
[A] BSF
[B] ITBP
[C] SSB
[D] CRPF
2. সম্প্রতি কোন দেশ এশিয়ার প্রথম Ministry of Loneliness (একাকীত্ব মন্ত্রক) গঠন করেছে?
[A] চীন
[B] জাপান
[C] দক্ষিন কোরিয়া
[D] সিঙ্গাপুর
3. সম্প্রতি কোন ব্যাঙ্ক “Namma Chennai Smart Card” শুরু করেছে?
[A] HDFC Bank
[B] ICICI Bank
[C] Axis Bank
[D] Induslnd Bank
4. সম্প্রতি ভারত কোন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষে বিশ্ব ব্যাঙ্ক -এর 68 মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রজেক্ট স্বাক্ষর করেছে?
[A] মেঘালয়
[B] ঝাড়খন্ড
[C] নাগাল্যান্ড
[D] পশ্চিমবঙ্গ
5. ভারতের সরকার কোন রাজ্যের বৈদ্যুতিক ব্যবস্থা উন্নতির লক্ষে AIIB -এর সঙ্গে 304 মিলিয়ন মার্কিন ডলারের লোন চুক্তি স্বাক্ষর করেছে?
[A] কেরালা
[B] আসাম
[C] ত্রিপুরা
[D] উড়িষ্যা
6. সম্প্রতি জনপ্রিয় “Levis” -এর ব্র্যান্ড এম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] বিরাট কোহলি
[B] দীপিকা পাডুকন
[C] রণবীর সিং
[D] অক্ষয় কুমার
7. নিচের কোন চলচিত্রটি ‘Dadasaheb Phalke International Film Festival Awards 2021’ -এ শ্রেষ্ট চলচিত্র –এর খেতাব পেয়েছে?
[A] ছাপাক
[B] লক্সমী
[C] দিল বেচারা
[D] তানহাজি
8. Pradhan Mantri Kisan Samman Nidhi (PM KISAN) কবে শুরু হয়েছিল?
[A] 2017 সালে
[B] 2018 সালে
[C] 2019 সালে
[D] 2020 সালে
Download Current Affairs PDF 26th February 2021