Current Affairs Quiz in Bangla
Current affairs Quiz in Bangla is the most important part of any type of competitive exam. Like Bank PO, Railway Group D, West Bengal PSC, etc.
GK and Curretn Affairs Quiz – 3
Home > Bangla Current Affairs Quiz >GK & Current Affairs Quiz – 2
1. বিশ্বকাপে প্রথম বাংলাদেশী ক্রিকেটার 1000 রান সম্পূর্ণ করলেন
[A] তামিম ইকবাল [B] সাকিব উল হাসান [C] সাব্বির রহমান [D] লিটন দাস2. ২০১৯ এর G -20 Summit জাপানের কোন শহরে অনুষ্ঠিত হয়?
[A] টোকিও [B] ওসাকা [C] কায়তো [D] হিরোশিমা3. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
[A] ১৯ জুন [B] ২১ জুন [C] ২২ জুন [D] ২৫ জুন4. Indian Railway Corporation -এর বর্তমান ডিরেক্টর কে?
[A] অমিতাভ ব্যানার্জি [B] অনিমেষ চক্রবর্তী [C] বিনয় চৌহান [D] অখিলেশ কুমার5. “Mesume of Peace” কোন রাজ্যে স্থাপিত হল?
[A] নাগাল্যান্ড [B] মনিপুর [C] মেঘালয় [D] সিকিম6. সম্প্রতি কোন ক্রীড়াবিদকে IIT কানপুর থেকে ডক্টরেট উপাধি প্রদান করা হয়?
[A] মিলখা সিং [B] সচিন টেন্ডুলকার [C] প্রকাশ পাডুকন [D] পুল্লেলা গোপীচাঁদ7. কোন সিটি পুলিশ Women Harsasing -এ কেসে সতর্কতা হিসাবে লাল কার্ড (Red Card) জারী করবে?
[A] দিল্লী পুলিশ [B] পুনে পুলিশ [C] মুম্বাই পুলিশ [D] নয়ডা পুলিশ8. ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
[A] ফ্রান্স [B] ইতালি [C] জার্মানি [D] সুইজারল্যান্ড9. সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী ধর্মীয় কারনে অভিনয় ছাড়ার কথা বলেন?
[A] ক্যাটরিনা কাইফ [B] জাইরা ওয়াসিম [C] আলিয়া ভাট [D] জরিনা খান10. ২০১৯ সালের ডক্টরস ডে -স্লোগান কি ছিল?
[A] Don’t attack Doctors, Doctors are genius [B] Stop Violence against Doctors [C] Say no to Violence against Doctors [D] Zero tolerance to violence against Doctors
I like it
Thank You,
Anjana