Daily Current Affairs Quiz: 3rd November 2020

Daily Current Affairs Quiz: 3rd November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 3rd November 2020

1. বিহার বিধানসভা নির্বাচন 2020-এর দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ কবে হবে?

[A] 3 নভেম্বর

[B] 4 নভেম্বর 

[C] 5 নভেম্বর

[D] 6 নভেম্বর

Show Ans

Correct Answer: [A] 3 নভেম্বর

Short Note : বিহার বিধানসভা নির্বাচন 2020 মোট 243 টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে 28 অক্টোবর থেকে। এই নির্বাচনটি 3 টি দফায় অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ভোটগ্রহণ  হয়েছে 28 অক্টোবর, দ্বিতীয় পর্বের ভোট 3 নভেম্বর ও তৃতীয় পর্বের ভোট 7 নভেম্বর তারিখে করা হবে। নির্বাচনের ফলাফল 10 নভেম্বর তারিখে প্রকাশ করা হবে। 

2. ‘চেন্নাই সুপার কিংস’ দলের কোন খেলোয়াড় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন?

[A] Dwayne Bravo

[B] MS Dhoni 

[C] Faf du Plessis

[D] Shane Watson

Show Ans

Correct Answer: [D] Shane Watson

Short Note: অস্টেলিয়ান ক্রিকেট খেলোয়াড় Shane Watson, 1 নভেম্বর 2020 তারিখে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। 

3. কোন সশস্ত্র বাহিনী ‘Secure Application for Internet’ (SAI) নামক একটি ম্যাসেজিং অ্যাপ চালু করেছে?

[A] ভারতীয় বিমানবাহিনী

[B] ভারতীয় সেনা

[C] ভারতীয় নৌবাহিনী

[D] বর্ডার সিকিউরিটি ফোর্স

Show Ans

Correct Answer: [B] ভারতীয় সেনা

Short Note: ভারতীয় সেনা  প্রতিষ্ঠিত হয় 1 লা এপ্রিল 1895 সালে।

ভারতীয় সেনার বর্তমান Chiefs of Army Staff হলেন – মনোজ মুকুন্দ নারভানে। 

4. আসাম সরকারের মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] সঞ্জয় কুমার

[B] জিষ্ণু বড়ুয়া

[C] মুকুল সিংহাল

[D] আলাপন বন্দোপাধ্যায়

Show Ans

Correct Answer: [B] জিষ্ণু বড়ুয়া

Short Note : 1998 ব্যাচের IAS অফিসার জিষ্ণু বড়ুয়া আসাম সরকারের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন। 

5. ভারতের বর্তমান বিমানবাহিনীর প্রধান হলেন__

[A] বীরেন্দর সিং 

[B] রাকেশ কুমার সিং ভাদুরিয়া

[C] মনোজ মুকুন্দ নারভানে

[D] বিপিন রাওয়াত

Show Ans

Correct Answer: [B] রাকেশ কুমার সিং ভাদুরিয়া

6. ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি হলেন__

[A] ভ্লাদিমির পুতিন

[B] এম্মানুয়েল ম্যাকরণ

[C] সি জিং পিং

[D] বোরিস জনসন

Show Ans

Correct Answer: [B] এম্মানুয়েল ম্যাকরণ

7. মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কী?

[A] শান্তিবন

[B] রাজঘাট

[C] বিজয়ঘাট

[D] অভয়ঘাট

Show Ans

Correct Answer: [B] রাজঘাট

8. ‘হরিয়ানা হ্যারিকেন’ নামে পরিচিত__

[A] সুনীল গাভাস্কার

[B] কপিলদেব

[C] সৌরভ গাঙ্গুলি

[D] সচিন টেন্ডুলকার

Show Ans

Correct Answer: [B] কপিলদেব

Join Telegram Chanel

Scroll to Top