বিভিন্ন দেশের জাতীয় প্রতীক যেকোন চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায়শই এই বিষয়ের উপর একটি প্রশ্ন এসেই থাকে। এই বিষয়ের গুরুত্বের উপর নজর রেখে আমরা এই পোস্ট প্রকাশ করেছে। পরীক্ষার্থীদের উপযোগী হলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। অবশিষ্টা শ
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
ক্রম | দেশ | প্রতীক |
---|---|---|
1 | অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারু |
2 | বাংলাদেশ | শালুক |
3 | কানাডা | স্বেত লিলি |
4 | ডেনমার্ক | বিচ (সমুদ্র সৈকত) |
5 | ফ্রান্স | লিলি |
6 | জার্মানি | ভুট্টা চূর্ণ (কর্নফ্লাওয়ার) |
7 | ভারত | অশোকস্তম্ভের সিংহমূর্তি |
8 | ইরান | গোলাপ |
9 | আয়ারল্যান্ড | টিপত্র গাছ (শ্যামরক) |
10 | ইতালি | স্বেত লিলি |
11 | জাপান | চন্দ্রমল্লিকা |
12 | নরওয়ে | সিংহ |
13 | পাকিস্তান | অর্ধচন্দ্র |
14 | স্পেন | ঈগল |
15 | শ্রীলংকা | তরবারি ও সিংহ |
16 | রাশিয়া | শিকল ও হাতুড়ি |
17 | ইউনাইটেড কিংডম | গোলাপ |
18 | ইউ.এস.এ | স্বর্ণ নির্মিত দন্ড |
সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ ক্যাঙ্গারু।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ শালুক ফুল।
প্রশ্নঃ কানাডার জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ স্বেত লিলি।
প্রশ্নঃ ডেনমার্কের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ বিচ (সমুদ্র সৈকত)
প্রশ্নঃ ফ্রান্সের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ লিলি
প্রশ্নঃ জার্মানির জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ ভুট্টা চূর্ণ (কর্নফ্লাওয়ার)
প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ অশোকস্তম্ভের সিংহমূর্তি
প্রশ্নঃ ইতালির জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ স্বেত লিলি।
প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ অর্ধচন্দ্র।
প্রশ্নঃ ইরানের জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ গোলাপ।
প্রশ্নঃ শ্রীলংকার জাতীয় প্রতীক কি ?
উত্তরঃ তরবারি ও সিংহ।