Today Current Affairs MCQ: 23th February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 23th February 2022
1. Vipula Gunatilleka নিম্নলিখিত কোন এয়ারলাইনস -এর Chief Financial Official (CFO) পদে নিযুক্ত হয়েছেন?
[A] Jet Airways
[B] Air India
[C] Indigo
[D] Vistara
2. “World Thinking Day” কবে পালিত হয়?
[A] ১৯ ফেব্রুয়ারী
[B] ২০ ফেব্রুয়ারী
[C] ২১ ফেব্রুয়ারী
[D] ২২ ফেব্রুয়ারী
3. সম্প্রতি, Institute of Economic Development (IED) -এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সঞ্জয় বর্মা
[B] সন্দীপ ঠাকুর
[C] সঞ্জিত মেহতা
[D] চেতন ঘাটে
4. সম্প্রতি, ২০ ফেব্রুয়ারী তারিখে মিজোরাম এবং অরুণাচল প্রদেশ কততম স্থাপনা দিবস পালন করেছে?
[A] ২১তম
[B] ৪৬তম
[C] ৫৪তম
[D] ৩৬তম
5. “World Day of Social Justice 2022” -এর থিম কী?
[A] Achieving Social Justice through Formal Employment
[B] If You Want Peace & Development, Work for Social Justice
[C] The pursuit of social justice
[D] Achieving Social Justice
6. UNESCO দ্বারা প্রতিবছর কবে ‘World Scout Day’ পালিত হয়?
[A] ১৯ ফেব্রুয়ারী
[B] ২০ ফেব্রুয়ারী
[C] ২১ ফেব্রুয়ারী
[D] ২২ ফেব্রুয়ারী
7. বিখ্যাত “Khajuraho Dance Festival” কোন রাজ্যে পালিত হয়?
[A] বিহার
[B] মধ্যপ্রদেশ
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র
8. কোন দেশ “Cobra Warrior Air Exercise” -এর আয়োজন করবে?
[A] সংযুক্ত রাজ্য (UK)
[B] সংযুক্ত আরব আমিরাত (UAE)
[C] সিঙ্গাপুর
[D] মালেশিয়া