Top 10 Weekly Current Affairs: 9 November to 15 November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Top 10 Weekly Current Affairs: 9 November to 15 November 2020
2. কোন দেশ বিশ্বের প্রথম 6G পরীক্ষামূলক একটি স্যাটেলাইট লঞ্চ করেছে?
[A] জাপান
[B] চীন
[C] আমেরিকা যুক্তরাষ্ট্র
[D] ফ্রান্স
2. বিহার বিধানসভা নির্বাচন 2020 -এ NDA জোট কয়টি আসন জিতেছে?
[A] 110
[B] 115
[C] 125
[D] 135
3. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন -এর প্রধান তথ্য কমিশনার (CIC) পদে কাকে নিয়োগ করা হয়েছে?
[A] সুনীল অরোরা
[B] যশবর্ধন কুমার সিনহা
[C] বিমল জুলকা
[D] শশী ভাম্পাতি
3. Ayurveda Day 2020 কবে পালিত হয়েছে?
[A] 10 নভেম্বর
[B] 11 নভেম্বর
[C] 12 নভেম্বর
[D] 13 নভেম্বর
5. বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হচ্ছে?
[A] তিব্বত
[B] ইতালি
[C] জাপান
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র
6. Ministry of Shipping-এর নাম পরিবর্তন করে ________ রাখা হয়েছে।
[A] Ministry of Jal Shakti
[B] Ministry of Waterways
[C] Ministry of Ports
[D] Ministry of Ports, Shipping and Waterways
7. ভারতে ‘জাতীয় শিক্ষা দিবস’ কবে পালিত হয়?
[A] 10 নভেম্বর
[B] 11 নভেম্বর
[C] 12 নভেম্বর
[D] 13 নভেম্বর
8. কোন কোম্পানি 60 জন মহিলা নিয়ে প্রথম সর্ব-মহিলা Virtual Customer Service (VCS) চালু করেছে?
[A] Flipkart
[B] Myntra
[C] Snapdeal
[D] Amazon
4. কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডিসিনের গ্লোবাল সেন্টার স্থাপনের ঘোষণা করেছে?
[A] UN
[B] WHO
[C] CARE
[D] WTO
10. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপ-রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন?
[A] মায়া হ্যারিস
[B] কমলা হ্যারিস
[C] সীমা ভর্মা
[D] নিকি হ্যালি
Read More: Top 10 Weekly Current Affairs: 1 November to 8 November 2020