Top 10 Weekly Current Affairs: 9 November to 15 November 2020

Top 10 Weekly Current Affairs: 9 November to 15 November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে সাপ্তাহিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Top 10 Weekly Current Affairs: 9 November to 15 November 2020

2. কোন দেশ বিশ্বের প্রথম 6G পরীক্ষামূলক একটি স্যাটেলাইট লঞ্চ করেছে?

[A] জাপান

[B] চীন

[C] আমেরিকা যুক্তরাষ্ট্র

[D] ফ্রান্স

Show Ans

Correct Answer: [B] চীন

Short Note : 6  নভেম্বর 2020 তারিখে চীন বিশ্বের প্রথম একটি 6G পরীক্ষামূলক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করেছে। 

2. বিহার বিধানসভা নির্বাচন 2020 -এ NDA জোট কয়টি আসন জিতেছে?

[A] 110

[B] 115

[C] 125

[D] 135

Show Ans

Correct Answer: [C] 125

Short Note : বিহার বিধানসভা নির্বাচন 2020 -এ NDA জোট 125 টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যে আবার সরকার গঠন করতে চলেছে। যেখানে তেজস্বী যাদবের নেতৃত্বে RJD 75 টি আসনে জয়ী হয়ে বিহারের একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। 

3. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন -এর প্রধান তথ্য কমিশনার (CIC) পদে কাকে নিয়োগ করা হয়েছে?

[A] সুনীল অরোরা

[B] যশবর্ধন কুমার সিনহা

[C] বিমল জুলকা

[D] শশী ভাম্পাতি

Show Ans

Correct Answer: [B] যশবর্ধন কুমার সিনহা

3. Ayurveda Day 2020 কবে পালিত হয়েছে?

[A] 10 নভেম্বর

[B] 11 নভেম্বর

[C] 12 নভেম্বর

[D] 13 নভেম্বর

Show Ans

Correct Answer: [D] 13 নভেম্বর

Short Note : আয়ুস মন্ত্রক প্রতিবছর ধন্বন্তরী জয়ন্তী উপলক্ষে প্রতিবছর ধনতেরাস উৎসব দিনে আয়ুর্বেদ দিবস পালন করে। প্রথম আয়ুর্বেদ দিবস পালিত হয় 2016 সালে। 

5. বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হচ্ছে?

[A] তিব্বত

[B] ইতালি

[C] জাপান

[D] আমেরিকা যুক্তরাষ্ট্র

Show Ans

Correct Answer: [A] তিব্বত

6. Ministry of Shipping-এর নাম পরিবর্তন করে ________ রাখা হয়েছে। 

[A] Ministry of Jal Shakti

[B] Ministry of Waterways

[C] Ministry of Ports

[D] Ministry of Ports, Shipping and Waterways

Show Ans

Correct Answer: [D] Ministry of Ports, Shipping and Waterways

7. ভারতে ‘জাতীয় শিক্ষা দিবস’ কবে পালিত হয়?

[A] 10 নভেম্বর

[B] 11 নভেম্বর

[C] 12 নভেম্বর

[D] 13 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 11 নভেম্বর

8. কোন কোম্পানি 60 জন মহিলা নিয়ে প্রথম সর্ব-মহিলা Virtual Customer Service (VCS) চালু করেছে? 

[A] Flipkart

[B] Myntra

[C] Snapdeal

[D] Amazon

Show Ans

Correct Answer: [D] Amazon

4. কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডিসিনের গ্লোবাল সেন্টার স্থাপনের ঘোষণা করেছে?

[A] UN

[B] WHO

[C] CARE

[D] WTO

Show Ans

Correct Answer: [B] WHO (World Health Organisation)

10. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপ-রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন?

[A] মায়া হ্যারিস

[B] কমলা হ্যারিস

[C] সীমা ভর্মা

[D] নিকি হ্যালি

Show Ans

Correct Answer: [B] কমলা হ্যারিস

Short Note: কমলা হ্যারিস আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম  মহিলা উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

Join on Telegram

Read More: Top 10 Weekly Current Affairs: 1 November to 8 November 2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =

Scroll to Top