Daily Current Affairs Quiz: 14th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 14th November 2020
1. নিচের কোন দল ‘Myanmar General Election 2020’ জিতেছে?
[A] Union Solidarity and Development Party
[B] Arakan National Party
[C] National Unity Party
[D] National League for Democracy
2. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ‘Jeevan Seva App’ লঞ্চ করেছে?
[A] জম্মু ও কাশ্মীর
[B] দিল্লী
[C] উত্তরপ্রদেশ
[D] গুজরাট
3. Ayurveda Day 2020 কবে পালিত হয়েছে?
[A] 10 নভেম্বর
[B] 11 নভেম্বর
[C] 12 নভেম্বর
[D] 13 নভেম্বর
4. কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডিসিনের গ্লোবাল সেন্টার স্থাপনের ঘোষণা করেছে?
[A] UN
[B] WHO
[C] CARE
[D] WTO
5. সম্প্রতি ভারত কোন দেশকে 50 মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে?
[A] তানজানিয়া
[B] মালে
[C] জিবুতি
[D] সোমালিয়া
6. Public Service Broadcasting Day কবে পালিত হয়?
[A] 12 নভেম্বর
[B] 13 নভেম্বর
[C] 14 নভেম্বর
[D] 15 নভেম্বর
7. কোন সংস্থা ছোট ব্যবসার জন্য “Payout Links” লঞ্চ করেছে?
[A] Bhip UPI
[B] Paytm
[C] Google Pay
[D] Paypal
8. ITTF Women’s World Cup Title জয়ী Chen Meng কোন দেশের নাগরিক?
[A] জাপান
[B] দক্ষিন কোরিয়া
[C] সিঙ্গাপুর
[D] চীন
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 1 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 2 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 3 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 4 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 5 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 6 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 7 নভেম্বর 2020
- Top 10 Weekly Current Affairs Quiz
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 9 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 10 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 11 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 12 নভেম্বর 2020
- কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 13 নভেম্বর 2020