Daily Current Affairs Quiz: 14th November 2020

Daily Current Affairs Quiz: 14th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 14th November 2020

1. নিচের কোন দল ‘Myanmar General Election 2020’ জিতেছে?

[A] Union Solidarity and Development Party

[B] Arakan National Party

[C] National Unity Party

[D] National League for Democracy

Show Ans

Correct Answer: [D] National League for Democracy

2. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ‘Jeevan Seva App’ লঞ্চ করেছে?

[A] জম্মু ও কাশ্মীর

[B] দিল্লী

[C] উত্তরপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] দিল্লী

Short Note : দিল্লী সরকার Covid-19 রোগীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ‘Jeevan Seva App’ শুরু করেছে। 

3. Ayurveda Day 2020 কবে পালিত হয়েছে?

[A] 10 নভেম্বর

[B] 11 নভেম্বর

[C] 12 নভেম্বর

[D] 13 নভেম্বর

Show Ans

Correct Answer: [D] 13 নভেম্বর

Short Note : আয়ুস মন্ত্রক প্রতিবছর ধন্বন্তরী জয়ন্তী উপলক্ষে প্রতিবছর ধনতেরাস উৎসব দিনে আয়ুর্বেদ দিবস পালন করে। প্রথম আয়ুর্বেদ দিবস পালিত হয় 2016 সালে। 

4. কোন সংস্থা ভারতে ট্র্যাডিশনাল মেডিসিনের গ্লোবাল সেন্টার স্থাপনের ঘোষণা করেছে?

[A] UN

[B] WHO

[C] CARE

[D] WTO

Show Ans

Correct Answer: [B] WHO (World Health Organisation)

5. সম্প্রতি ভারত কোন দেশকে 50 মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে?

[A] তানজানিয়া

[B] মালে

[C] জিবুতি

[D] সোমালিয়া

Show Ans

Correct Answer: [C] জিবুতি (Djibouti)

6. Public Service Broadcasting Day কবে পালিত হয়?

[A] 12 নভেম্বর

[B] 13 নভেম্বর

[C] 14 নভেম্বর

[D] 15 নভেম্বর

Show Ans

Correct Answer: [A] 12 নভেম্বর

7. কোন সংস্থা ছোট ব্যবসার জন্য “Payout Links” লঞ্চ করেছে?

[A] Bhip UPI

[B] Paytm

[C] Google Pay

[D] Paypal

Show Ans

Correct Answer: [B] Paytm

8. ITTF Women’s World Cup Title জয়ী Chen Meng কোন দেশের নাগরিক?

[A] জাপান

[B] দক্ষিন কোরিয়া

[C] সিঙ্গাপুর

[D] চীন

Show Ans

Correct Answer: [D] চীন

Join on Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =

Scroll to Top