Daily Current Affairs Quiz: 4th November 2020

Daily Current Affairs Quiz: 4th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 4th November 2020

1.  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে Virtual Global Investor Roundtable (VGIR) -এর সভাপতিত্ব করবেন?

[A] 4 নভেম্বর

[B] 5 নভেম্বর

[C] 6 নভেম্বর

[D] 7 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 5 নভেম্বর

Short Note : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 নভেম্বর 2020 তারিখে Virtual Global Investor Roundtable (VGIR) -এর সভাপতিত্ব করবেন। 

2. সম্প্রতি কোন রাজ্যের 28 টি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে?

[A] উত্তরপ্রদেশ

[B] মধ্যপ্রদেশ

[C] গুজরাট

[D] তেলেঙ্গানা

Show Ans

Correct Answer: [B] মধ্যপ্রদেশ

Short Note : 3  নভেম্বর 2020 তারিখে বিহারের দ্বিতীয় ভোটগ্রহণ পর্বের পাশাপাশি দেশ জুড়ে 54 টি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি 28 টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়।  

3. নিম্নলিখিত কোন রাজ্যে 3  নভেম্বর 2020 তারিখে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়নি?

[A] উত্তরপ্রদেশ

[B] তেলেঙ্গানা

[C] ছত্তিসগড়

[D] অন্ধ্রপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] অন্ধ্রপ্রদেশ

Short Note : 3  নভেম্বর 2020 তারিখে দেশজুড়ে 54  টি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে মধ্যপ্রদেশে – 28  টি আসন,  গুজরাট – 8 টি,উত্তরপ্রদেশ – 7 টি, কর্ণাটক, উড়িষ্যায়, নাগাল্যান্ড ও ঝাড়খন্ড প্রত্যেক রাজ্যে 2টি করে এবং হরিয়ানা, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে 1 টি করে আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। 

4. সম্প্রতি খবরে থাকা, Sardar Patel Zoological Park টি কোন রাজ্যে অবস্থিত?

[A] কর্ণাটক

[B] মধ্যপ্রদেশ

[C] উত্তরপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [D] গুজরাট

5. ‘Emmet Leahy Award 2020’ কে পেয়েছে?

[A] দীনেশ কাতরে

[B] চিরঞ্জিৎ আটরা

[C] দীনেশ কুমার খাড়া

[D] রবি সোলাঙ্কি

Show Ans

Correct Answer: [A] দীনেশ কাতরে

6. “Pandemonium: The Great Indian Banking Tragedy” -বইটির লেখক কে?

[A] বিকাশ খান্না

[B] তমাল বন্দোপাধ্যায়

[C] প্রদীপ শ্রীবাস্তব

[D] সৰ্বপ্ৰীত সিং

Show Ans

Correct Answer: [B] তমাল বন্দোপাধ্যায়

7. ‘World Vegan Day’ কবে পালিত হয়?

[A] 1 নভেম্বর

[B] 2 নভেম্বর

[C] 3 নভেম্বর

[D] 4 নভেম্বর

Show Ans

Correct Answer: [A] 1 নভেম্বর

8. ‘রামনগর বন্যপ্রাণী অভয়ারণ্য’ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?

[A] আন্দামান ও নিকোবর

[B] মধ্যপ্রদেশ

[C] লাদাখ

[D] জম্মু ও কাশ্মীর

Show Ans

Correct Answer: [D] জম্মু ও কাশ্মীর

Join Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

7 + 18 =

Scroll to Top