Daily Current Affairs Quiz: 13th November 2020

Daily Current Affairs Quiz: 13th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 13th November 2020

1. কেন্দ্র  সরকার COVID Suraksha Mission -এর কত টাকা বরাদ্দের ঘোষণা করেছে?

[A] Rs 500 crore

[B] Rs 700 crore

[C] Rs 900 crore

[D] Rs 1000 crore

Show Ans

Correct Answer: [C] Rs 900 crore

Short Note : ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতা রমন ভারতের Covid ভ্যাকসিনের গবেষণা ও প্রস্তুতের জন্য বায়ো-টেকনোলজি বিভাগকে Rs 900 crore ফান্ড দেওয়ার ঘোষণা করেছে। 

2. কোন দেশ বিশ্বের প্রথম 6G পরীক্ষামূলক একটি স্যাটেলাইট লঞ্চ করেছে?

[A] জাপান

[B] চীন

[C] আমেরিকা যুক্তরাষ্ট্র

[D] ফ্রান্স

Show Ans

Correct Answer: [B] চীন

Short Note : 6  নভেম্বর 2020 তারিখে চীন বিশ্বের প্রথম একটি 6G পরীক্ষামূলক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করেছে। 

3. কোন ভারতীয় লেখক TATA Literature Lifetime Achievement Award 2020 -এর জন্য নির্বাচিত হয়েছেন?

[A] কিরণ দেশাই

[B] আমিষ ত্রিপাঠি

[C] বিক্রম শেঠ

[D] রুসকিন বন্ড

Show Ans

Correct Answer: [D] রুসকিন বন্ড

4. ‘Your Best, Day is Today!’ -এর লেখক কে?

[A] অমিতাভ বচ্চন

[B] করণ জহর

[C] অক্ষয় কুমার

[D] অনুপম খের

Show Ans

Correct Answer: [D] অনুপম খের

5. GI ট্যাগ পাওয়া তেজপুর লিচু, কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

[A] সিকিম

[B] মেঘলায়

[C] মধ্যপ্রদেশ

[D] আসাম

Show Ans

Correct Answer: [D] আসাম

6. কোন রাজ্য হর্নবিল উৎসব ভার্চুয়ালি অনুষ্ঠিত করতে চলেছে?

[A] নাগাল্যান্ড

[B] সিকিম

[C] মেঘালয়

[D] মনিপুর

Show Ans

Correct Answer: [A] নাগাল্যান্ড

Short Note : নাগাল্যান্ডের একটি জনপ্রিয় উৎসব হল – হর্নবিল উৎসব। করোনা মহামারির কারনে নাগাল্যান্ড সরকার 1 ডিসেম্বর – 10 ডিসেম্বর পর্যন্ত হর্নবিল উৎসবটি ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। 

7. 13 তম Urban Mobility India Conference 2020- এর উদ্ভোধন কে করেন?

[A] রাজনাথ সিং

[B] নরেন্দ্রসিং তোমার

[C] হরদীপ সিং পুরি

[D] পীযূষ গোয়েল

Show Ans

Correct Answer: [C] হরদীপ সিং পুরি

8. জাতি সঙ্ঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কোন দেশের ৯০ লক্ষ মানুষ-এর বাসস্থান অভাব হওয়ার সম্ভাবনা হয়েছে?

[A] আর্মেনিয়া

[B] আজের্বেনিয়া

[C] আমেরিকা যুক্তরাষ্ট্র

[D] ইথিওপিয়া

Show Ans

Correct Answer: [D] ইথিওপিয়া

Join on Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =

Scroll to Top