Daily Current Affairs Quiz: 6th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 6th November 2020
1. কোন রাজ্য সরকার ই-যানবাহনের জন্য ১০০ শতাংশ কর ছাড়ের ঘোষনা করেছে?
[A] দিল্লী
[B] তামিলনাডু
[C] তেলেঙ্গানা
[D] মহারাষ্ট্র
2. রাজস্থানের পর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আতশবাজি (Firecrackers) নিষিদ্ধ করেছে?
[A] দিল্লি
[B] পাঞ্জাব
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ
3. Public Investment Fund (PIF) কত টাকা রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা করেছে?
[A] Rs 7,300 crore
[B] Rs 6,000 crore
[C] Rs 8,500 crore
[D] Rs 9,555 crore
4. ‘World Tsunami Awareness Day’ কবে উদযাপিত হয়?
[A] 5 নভেম্বর
[B] 6 নভেম্বর
[C] 7 নভেম্বর
[D] 4 নভেম্বর
5. মার্লোন সামুয়েল সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি দেশের নাগরিক?
[A] দক্ষিন আফ্রিকা
[B] অস্ট্রেলিয়া
[C] জিম্বাবোয়ে
[D] ওয়েস্ট ইন্ডিজ
6. ডাল হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
[A] জম্মু ও কাশ্মীর
[B] লাদাখ
[C] হিমাচল প্রদেশ
[D] উত্তরখন্ড
7. Gulf Cooperation Council (GCC) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] বাহরাইন
[B] সৌদি আরব
[C] কাতার
[D] ওমান
8. দরিদ্র পরিবার ও পাবলিক অফিসগুলির জন্য কোন রাজ্য বিনামূল্যে ইন্টারনেট প্রদানের জন্য একটি প্রকল্প শুরু করেছে?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] তামিলনাড়ু
[D] তেলেঙ্গানা